Barasat: ভারতীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চাই তরুণ প্রজন্ম

জেলা রাজ্য সংস্কৃতি

সম্প্রতি বারাসাতে (Barasat) অনুষ্ঠিত হলো বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৫ (Viksit Bharat Youth Parliament 2025)। এই অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিল ভারত সরকারের নেহরু যুব কেন্দ্র (Nehru Yuva Kendra)। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে বাছাই করা ছাত্র-ছাত্রী এবং যুবক-যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মূলত ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবসমাজের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত ছিল। অংশগ্রহণকারীরা দেশ গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

উল্লেখ্য এই আয়োজনকে সফল করতে বিশেষ সহযোগিতা করেছে বারাসাত ব্রেনওয়ার ইউনিভার্সিটি (Brainware University, Barasat)। এই বিশেষ আয়োজনে ২৭ মার্চ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসএস রিজিওনাল কো-অর্ডিনেটর (NSS Regional Coordinator) বিনয়ক কুমার, নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর (Deputy Director) দেবকুমার চ্যাটার্জী এবং ব্রেনওয়ার ইউনিভার্সিটির রেজিস্টার মহুয়া পাল। এছাড়াও, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভারতীয় সংবিধানের (Indian Constitution) ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। মূলত নাগরিক অধিকার (Citizen Rights), মৌলিক অধিকার (Fundamental Rights), নাগরিক কর্তব্য (Duties), সাংবিধানিক মূল্যবোধ (Constitutional Values), দেশপ্রেম (Patriotism) এবং ভারতীয় গণতন্ত্রের গুরুত্ব (Importance of Indian Democracy) ইত্যাদি বিষয়বস্তু আলোচনায় উঠে আসে। এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা নিজেদের যুক্তি, জ্ঞান ও উপস্থাপনার দক্ষতা দিয়ে বিচারকদের মন জয় করার চেষ্টা করেন। প্রতিযোগিতা শেষে তিনজন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের (National Level) প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়। বিচারকরা প্রতিযোগীদের বক্তব্যের বিষয়বস্তু, উপস্থাপনার কৌশল ও যুক্তির প্রাঞ্জলতা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরও পড়ুন: Howrah: হাওড়ায় জঞ্জালের স্তূপ , কড়া নির্দেশ নবান্নের!

দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে (Barasat) যুবসমাজের মধ্যে এক বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। প্রতিযোগিতার পাশাপাশি নানান আলোচনাসভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে চিন্তাভাবনা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবকদের সচেতন করে তোলার উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। এই ধরনের যুব সংসদ ভবিষ্যতে ভারতীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং তরুণ প্রজন্মকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT