South Dinajpur-Ram Navami: রাম পূজায় ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২০২৫-এর রামনবমী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকে বোল্লার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে (South Dinajpur-Ram Navami)। এই প্রথমবারের মতো রামনবমী উপলক্ষে (Ram Navami) এখানে রাম পূজার (Ram Puja) আয়োজন করা হচ্ছে। শ্রী রাম সেবা সংঘের (Shree Ram Seva Sangh) উদ্যোগে এই আয়োজনটি এলাকায় একদম অন্যভাবে পালিত হচ্ছে। এবারের রাম পূজায় (Ram Puja) ভক্তদের উদ্দীপনা ও একত্রিত হওয়ার দৃশ্যগুলো ইতিমধ্যেই এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। শ্রী রাম সেবা সংঘের (Shree Ram Seva Sangh) উদ্যোগে বুধবার খুঁটি পূজার মাধ্যমে এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

আরও পড়ুন:- Malda: এসি চালাতেই চমক! জেলাশাসকের বাংলোয় চরম আতঙ্ক!

উদ্যোক্তাদের পক্ষ থেকে শুভ প্রামাণিক জানিয়েছেন, ‘‘এই পূজার আয়োজনের মাধ্যমে বোল্লার সকল সনাতন ধর্মাবলম্বী একত্রিত হয়ে ধর্মীয় আচার পালন করবেন এবং এটি শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক জাতিগত ও সামাজিক ঐক্যের প্রতীক হবে।’’ বোল্লায় এটি প্রথমবারের মতো রাম পূজার আয়োজন হচ্ছে। পুজোয় অংশগ্ৰহনের জন্য এলাকার বাসিন্দাদের মধ্যে এক বিশেষ উদ্দীপনা (South Dinajpur-Ram Navami) ও আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা এই পূজার আয়োজনের সাথে নতুনভাবে পরিচিত হচ্ছে। আগামী ৬ এপ্রিল, রামনবমীর (Ram Navami 2025) দিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম পূজা সম্পন্ন হবে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ভক্তিমূলক কার্যক্রম (Devotional Activities), কীর্তন (Kirtan), ও প্রসাদ বিতরণ (Prasad Distribution)-এর আয়োজনও থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পূজাকে কেন্দ্র করে এক আলাদা মাত্রার উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রথমবার বোল্লায় রামনবমীকে এত বড় পরিসরে উদযাপন করা হবে বলে অনেকে আনন্দ প্রকাশ করেছেন। রাম ভক্তদের (Ram Bhakts) মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এলাকার বিভিন্ন সংস্থা, স্কুল, ও যুব ক্লাবগুলো এই পূজায় সাহায্য ও অংশগ্রহণে এগিয়ে এসেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ‘‘এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান (South Dinajpur- Ram Navami) নয়, বরং একটি সামাজিক ঐক্যের মেলবন্ধন। এর মাধ্যমে আমরা একে অপরকে সাহায্য করতে, একসঙ্গে থাকতে, এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিখব।’’