নিউজ পোল ব্যুরো: কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) ফের দেখা মিলল সাপের (Snake) । বুধবার সকালে পুরসভার প্রিন্টিং বিভাগে (Forest Department) আচমকাই সাড়ে তিন ফুট লম্বা একটি সাপ ঘুরে বেড়াতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই নিয়ে তৃতীয়বারের মতো সাপ উদ্ধারের ঘটনা ঘটলো কলকাতা পুরসভায় ।

পুরসভা (Kolkata Municipal Corporation) ভবনের ভেতরে সাপের উপস্থিতি টের পাওয়া মাত্রই দ্রুত বন দফতর (Forest Department) ও আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই বন দফতরের সেক্টর ১-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর তারা সাপটিকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হন। বন দফতরের কর্মী রতন বিশ্বাস জানান, খাবারের সন্ধানেই এই সাপটি ভবনের মধ্যে প্রবেশ করেছিল। এটি হাতআছড় মানক একটি সাপ যেটি সম্পূর্ণ নির্বিষ। তাই আতঙ্কের কিছু নেই। চলতি বছরে কলকাতা পুরসভা থেকে তৃতীয়বারের মতো সাপ উদ্ধারের ঘটনা। এছাড়াও, পুরসভার এক বারান্দা (Balcony) থেকেও প্রায় ছয় ফুট লম্বা আরেকটি সাপ উদ্ধার করেছিল বন দফতর।
আরও পড়ুন: Arjun Singh: জগদ্দল গুলি কাণ্ডে হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তি অর্জুনের

এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটতে থাকায় পুরসভার কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুরনো ভবনের গঠন, আশপাশে ঝোপঝাড় ও খাবারের উৎস থাকার কারণে এই ধরনের সাপ বারবার ভবনের মধ্যে ঢুকে পড়ছে বলে বিশেষজ্ঞদের অনুমান। যদিও, এখনও পর্যন্ত পুরসভা (Kolkata Municipal Corporation) কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করেনি। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, পুরসভার ভবনগুলির চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা, সাপ (Snake) প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ এবং বন দফতরের (Forest Department) সঙ্গে সমন্বয় রেখে বিশেষ পদক্ষেপ নেওয়া জরুরি। কলকাতা পুরসভা যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে, যা কর্মীদের নিরাপত্তার জন্য বড় বিপদ হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/hVBITAB3UCc?si=HIb17fYg_OxKh22U