শ্যামল নন্দী, বারাসাত: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সন্দেশখালি ১ নম্বর ব্লকের নেজাট এলাকায় বিদ্যাধরী নদীতে আবারও দেখা মিলল পূর্ণবয়স্ক কুমিরের (Crocodile)। বুধবার সকাল আটটা নাগাদ নদীর জলে প্রায় ৩০ মিনিট ধরে কুমিরটিকে ভাসতে দেখা যায়। মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নৌকা মাঝি, মৎস্যজীবী এবং সাধারণ মানুষ নদীর পাড়ে ভিড় জমান কুমিরটিকে কাছ থেকে দেখার জন্য।
আরও পড়ুন: Koneenica Banerjee: শুটিংয়ের ফাঁকেই এলো মর্মান্তিক সংবাদ!

সাম্প্রতিক সময়ে সুন্দরবনের (North 24 Parganas) একাধিক নদীতে কুমিরের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিদ্যাধরী, রায়মঙ্গল ও ডাসা নদীতে একাধিকবার কুমির (Crocodile) দেখা গিয়েছে। গত কয়েক মাসে অন্তত পাঁচটি কুমিরের সন্ধান মিলেছে বলে সূত্রের খবর। কখনও পর্যটকদের ক্যামেরায় (Camera Footage) ধরা পড়েছে কুমির, কখনও আবার মৎস্যজীবীদের নজরে এসেছে। বনদফতরের (Forest Department) অনুমান, খাদ্যের সন্ধানে (Search for Food) কুমিরগুলি নদীর পানিতে প্রবেশ করছে। সুন্দরবনের নদীগুলিতে নানা প্রজাতির মাছ, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী (Aquatic Animals) প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা কুমিরের খাদ্য। সেই কারণেই হয়তো এরা নদীর গভীর জল থেকে অপেক্ষাকৃত কম গভীর অঞ্চলে চলে আসছে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কুমিরের লোকালয়ে (North 24 Parganas) প্রবেশের প্রবণতা বাড়বে নাকি কমবে, তা জানতে আরও নজরদারি এবং গবেষণা চালানো জরুরি। বনদফতর এরইমধ্যেই নজরদারি বাড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদেরও এই বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT