নিউজ পোল ব্যুরো: রাজ্যে ফের সড়ক দুর্ঘটনা। বুধবার সকাল বেলা সল্টলেক (saltlake) সেক্টর ফাইভের এভিরা মোড়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Accident) ঘটে। দুর্ঘটনার কবলে চারটি গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সল্টলেক (Saltlake) থেকে নিউটাউন (Newtown) এর দিকে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি বেপারোয়া গতিতে অন্য একটি গাড়িকে (Car) ধাক্কা মারে। এরপর একের পর এক গাড়িতে ধাক্কা। যার ফলে বেশ কয়েকজন যাত্রী (Passenger) অল্পবিস্তর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আসে নবদিগন্ত ট্রাফিক গার্ড এর পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ পৌঁছে গাড়িগুলি আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: Baguiati: নাতিদের জন্য দাদুদের উদ্যোগ, এক অন্যন্য মেলবন্ধনের স্বাক্ষী থাকল বাগুইআটি

বুধবার সকালে সল্টলেক (Saltlake) থেকে নিউটাউনের দিকে যাওয়ার পথে একটি চার চাকার গাড়ি অত্যন্ত বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। একে অপরকে ধাক্কা দেয়ার ফলে একে একে চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই ধাক্কায় গাড়িগুলোর সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চালকসহ গাড়ির যাত্রীরা বেশ কিছুটা আহত হয়েছেন। কিছু যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলেই সূত্রের খবর। দুর্ঘটনার কারণ তদন্ত করতে বিশেষ পুলিশ টিম গঠন করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
স্থানীয়রা অভিযোগ করছেন যে, সড়কে গতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আগামী দিনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে যাতে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।