নিউজ পোল ব্যুরো: সারাদিনের কর্মব্যস্ততা শেষে একটু স্বস্তির আশায় নিজের বাংলোর শোবার ঘরে ঢুকলেন। ব্যাগটা নামিয়ে, মোবাইলটা চার্জে দিয়ে, খাটে বসলেন। হাতে তুলে নিলেন এসির (Air Conditioner – AC) রিমোট। কিন্তু এসি চালানোর সঙ্গে সঙ্গে যা ঘটল… এসি চালাতেই কিলবিল করে বেরিয়ে এল এক, দুই, তিন… না, একেবারে আট-আটটা সাপ! (Snakes) এমনই এক ঘটনা ঘটেছে মালদহের (Malda) ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকার অতিরিক্ত জেলাশাসকের বাড়িতে। চৈত্রের দাবদাহে ঘামতে ঘামতে বাড়ি ফিরেছিলেন অতিরিক্ত জেলা শাসক (Additional District Magistrate – ADM) অনিন্দ্য সরকার। এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক চেপে বসলো ঘরে।
আরও পড়ুন:- Arjun Singh: জগদ্দল গুলি কাণ্ডে হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তি অর্জুনের
কিন্তু প্রশ্ন হল, এতগুলো সাপ এসির ভেতরে কীভাবে ঢুকল? সর্পবিশারদ (Snake Expert) নিতাই হালদার জানালেন, “এগুলি ঘরোয়া বাতাচিতি (Common Rat Snake)। সাধারণত ঠান্ডা আর অন্ধকার জায়গা এরা খুব পছন্দ করে। শীতকালে এসি বন্ধ থাকায় এই যন্ত্রের মধ্যে আরামের বাসা বানিয়ে প্রজননও সেরে ফেলেছে!” অর্থাৎ, এ যেন সাপেদের ‘ফাইভ স্টার হোটেল’! এসির মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, শত্রুর ভয় নেই, আরামদায়ক আবাসন—বাড়ি আর কী লাগে! কিন্তু তাদের এই গোপন আস্তানা ফাঁস হয়ে যাবে, সেটা নিশ্চয়ই কল্পনাতেও ছিল না। অভিজ্ঞ স্নেক ক্যাচার (Snake Catcher) নিতাই হালদার ফোন পাওয়া মাত্রই ছুটে এলেন জেলাশাসকের বাড়িতে। তার হাতে থাকা বিশেষ সরঞ্জাম নিয়ে একে একে সবগুলো সাপ ধরে ফেলে বস্তায় ভরলেন। তিনি আশ্বস্ত করলেন, “ভয় পাওয়ার কিছু নেই। এগুলো বিষধর (Non-venomous) নয়। তবে রাতের বেলা হঠাৎ করে এতগুলো সাপ বেরিয়ে আসা, (Malda) যে কারও গা ছমছম করে দেবে।” কথাটা শুনে উপস্থিত সবাই একমত হলেন!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার (Malda) বলেন, “আমি তো শুধু গরমে একটু ঠান্ডা হওয়ার জন্য এসি চালিয়েছিলাম, কিন্তু একসঙ্গে এতগুলো সাপ বেরিয়ে আসবে তা দুঃস্বপ্নেও ভাবিনি! এতগুলো সাপ কখন ঢুকল, কীভাবে ঢুকল, কিচ্ছু বুঝতে পারছি না!” তবে সাপ ধরে নিয়ে যাওয়ার পরেও বাড়ির পরিবেশ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লেগেছে। পরিবারের সদস্যরা ভেবেই পাচ্ছেন না, আবার এসি চালানো যাবে তো? নাকি ফের সাপেদের চমক অপেক্ষা করছে অবশ্যই, এবার এসির ‘রিমোট’ হাতে নেওয়ার আগে ভালো করে দেখে নেওয়া হবে—সেখানে ‘স্নেক হোস্টেল’ চালু হয়েছে কিনা!