নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে চলছে চরম গরমের দাপট (Wednesday Weather)। মার্চ মাসেই বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি তৈরি হয়েছিল, যা এখনও কমেনি। প্রচণ্ড গরমে নাজেহাল জনজীবন, বিশেষ করে কলকাতা (Kolkata) সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েই চলেছে। তবে এই তীব্র গরমের মাঝে খানিকটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Department)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), পশ্চিম বর্ধমান (West Bardhaman) ও বাঁকুড়া (Bankura) জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:- Forecast Today: গ্রীষ্মের মাঝেই কালবৈশাখীর পূর্বাভাস
শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি (Thunderstorm with Rain) হতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া (Strong Wind) বইতে পারে ৩০-৪০ কিমি বেগে। এছাড়াও, উত্তর ২৪ পরগণা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore) ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে শনিবার ও রবিবার বৃষ্টিপাতের (Wednesday Weather) সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি, আবহাওয়া অফিস সতর্ক করেছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Gangetic West Bengal) তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) পাঁচটি জেলায় একধাক্কায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
৬ এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে শুষ্ক আবহাওয়া (Dry Weather) বজায় থাকবে। উত্তরবঙ্গেও এই সময় পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। বসন্তকাল (Spring Season) চললেও, বৈশাখ (Baisakh) শুরু হওয়ার আগেই তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী। প্রখর রোদ (Scorching Sun) ও ভ্যাপসা গরমে (Humid Heat) নাজেহাল জনসাধারণের জন্য স্বস্তির খবর হলো—আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা বৃষ্টি হলেও গরম পুরোপুরি কমবে না, বরং কিছু এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে। সুতরাং, সামনের কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া বেশ বৈচিত্র্যময় থাকবে ( Wednesday Weather)। ঝড়বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে, কিন্তু তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। তাই সতর্ক থাকতে হবে এবং অতিরিক্ত গরমে স্বাস্থ্যসচেতন থাকা জরুরি।