নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali) এক নাবালিকার উপর ধর্ষণের অভিযোগ উঠেছে। নাবালিকা এই অভিযোগ এনেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এই ঘটনা মেয়ের মুখে শোনার পর মঙ্গলবার তার মা কুলতলি থানার দ্বারস্থ হন। এই অভিযোগের ভিত্তিতে নাবালিকার সৎ বাবা শম্ভু দাসকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ।
আরও পড়ুন:- Gangarampur: রাস্তা ভাসছে জলে অথচ পানীয় জলের হাহাকার,সমস্যা কোথায়?
পরিবার সূত্রে খবর, চার বছর আগে নাবালিকার বাবা মারা যান। এরপর তার মা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে মায়ের সঙ্গে সৎ বাবার কাছেই থাকত নাবালিকা। নাবালিকার অভিযোগ, বাড়িতে একা পেলেই তার উপর শারীরিক নির্যাতন চালাতো সৎ বাবা। দিনের পর দিন ধরে ধর্ষণ করত (Kultali)। কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত। নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় শেষ পর্যন্ত মুখ খোলে নাবালিকা। মঙ্গলবার কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উল্লেখ্য, সোমবার রাতে বাদুড়িয়ার বাজিতপুর থেকে নবম শ্রেণির এক ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার হয়। ইছামতী নদীর চরে দেহটি পুঁতে রাখা হয়েছিল। ছাত্রীর পরিবারের দাবি, রাস্তা থেকে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। এরপর দেহ লোপাটের জন্য নদীর চরে পুঁতে দেওয়া হয়। এক মাস নিখোঁজ থাকার পর অবশেষে দেহ উদ্ধার হল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এমন এক ঘটনা ঘটল কুলতলিতে। দুই জেলার এই ঘটনাগুলি নাবালিকা সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে, নাবালিকা সুরক্ষা এবং দ্রুত বিচারের দাবি জোরালো হচ্ছে। সমাজকর্মী এবং মানবাধিকার সংগঠনগুলি এই ঘটনাগুলির দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।