Internship: ক্যারিয়ার গড়তে চান? এই সুযোগ হাতছাড়া করবেন না!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মকাল মানে শুধুই ছুটি কাটানোর সময় নয় বরং নিজের দক্ষতা বাড়ানোর এক দুর্দান্ত সুযোগও হতে পারে। যারা প্রযুক্তি ও গবেষণার জগতে নিজেদের আরও সমৃদ্ধ করতে চান তাদের জন্য দারুণ এক সুযোগ এনেছে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ’ (National Institute of Technical Teachers’ Training and Research – NITTTR), কলকাতা। শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ দিতে তারা আয়োজন করেছে সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম (Internship)। এই প্রশিক্ষণ প্রোগ্রাম চার থেকে ছ’সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে অংশগ্রহণকারীরা একটি শংসাপত্র (Certificate) পাবেন। এই বিশেষ গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ প্রোগ্রামে নানান প্রযুক্তিগত এবং গবেষণাধর্মী বিষয় শেখানো হবে। থিয়োরি ভিত্তিক (Theory-Based) পাঠদানের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণও (Hands-on Training) দেওয়া হবে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

আরও পড়ুন:- CBSE Syllabus: দশম- দ্বাদশ শ্রেণির সিলেবাসে নতুন সংযোজন!

প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয়গুলি হল- রোবোটিক্স বেসড সিস্টেম (Robotics-Based System), এডুকেশন টেকনোলজি (Educational Technology), পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং (Power Plant Engineering), এনার্জি ম্যানেজমেন্ট (Energy Management), ডিপ লার্নিং (Deep Learning), বায়ো মেডিক্যাল ইমেজ প্রসেসিং (Biomedical Image Processing), এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (Environmental Engineering)। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে বিশেষভাবে সুযোগ পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত নির্দিষ্ট বর্ষের শিক্ষার্থীরা (Internship)।
-স্নাতক (Undergraduate) স্তরের তৃতীয় বর্ষের (Third-Year) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
-স্নাতকোত্তর (Postgraduate) স্তরের দ্বিতীয় বর্ষের (Second-Year) শিক্ষার্থীরাও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

এনআইটিটিটিআর (NIITR) কলকাতার বিভিন্ন বিভাগ এই ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালনা করবে। বিভাগগুলি হলো:

  • সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering)
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)
  • ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering)
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Computer Science & Engineering – CSE)
  • টেকনিক্যাল এডুকেশন এবং ম্যানেজমেন্ট (Technical Education & Management)

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ প্রোগ্রামে (Internship)অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের ২,০০০ থেকে ৩,০০০ টাকা ফি প্রদান করতে হবে। আবেদনকারীদের ফি অনলাইনে (Online) জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৮ মে (8th May)। আবেদন ও ফি প্রদান করা যাবে সম্পূর্ণ অনলাইনে। যে শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে চান, তাদের মূল বিজ্ঞপ্তিটি (Official Notification) দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে বিস্তারিতভাবে আবেদনের নিয়ম, যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য তথ্য দেওয়া থাকবে। এনআইটিটিটিআর, কলকাতার এই উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পেশাদার জগতে প্রবেশের জন্য আরও দক্ষ করে তুলবে। তাই আগ্রহীরা দ্রুত আবেদন করুন এবং এই সুযোগের সদ্ব্যবহার করুন।