Kolkata Incident: বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু

breakingnews কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: শহরে ফের রহস্য মৃত্যু! মুকুন্দপুরের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। বুধবার সকালে পূর্ব যাদবপুর থানা এলাকায় এই ঘটনাটি ঘটে (Kolkata Incident)। মৃত দম্পতির নাম দুলাল পাল (৬৫) এবং রেখা পাল (৫৮)। দম্পতির মৃত্যুর পর তাদের ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা নিখোঁজ। এর ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মুকুন্দপুরের বাড়ির ডাইনিং রুম থেকে দুলাল পালের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর অন্য একটি ঘর থেকে স্ত্রী রেখা পালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:- Saltlake: দুর্ঘটনার কবলে পরপর চারটি গাড়ি, তদন্তে পুলিশ

প্রতিবেশীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাড়ির ভিতরে চেঁচামেচির শব্দ শুনতে পেয়েছিলেন তারা। তাদের দাবি, মঙ্গলবার রাতে বৃদ্ধ দম্পতিকে মারধরও করা হয়েছিল। বৃদ্ধ দম্পতি তাদের ছেলে সৌরভ পাল এবং পুত্রবধূ কল্যাণী মণ্ডলের সঙ্গে একসঙ্গে মুকুন্দপুরের ওই বাড়িতে থাকতেন (kolkata Incident)। দম্পতির বিবাহিতা মেয়ে অভিযোগ করেছেন যে, তার ভাই সৌরভ এবং বউ কল্যাণী দীর্ঘদিন ধরে তার মা-বাবার উপর অত্যাচার চালাচ্ছিলেন। এমনকি, মঙ্গলবার রাতে মারধরের ঘটনায়ও তাদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন তিনি। সৌরভ পেশায় একজন ফিজিওথেরাপিস্ট এবং কল্যাণী একটি বেসরকারি অফিসে কাজ করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, সৌরভ এবং কল্যাণী মাঝে মধ্যে বাড়িতে ঝগড়া অশান্তি করতেন। তাদের মধ্যে অভ্যন্তরীণ অশান্তির কারণে দম্পতি প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন বলে জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন ওই দম্পতি একটি বাড়ির দুটি আলাদা আলাদা ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেন? এই পরিস্থিতি আত্মহত্যার বদলে খুনের দিকে আঙুল তোলার একটি বড় কারণ হতে পারে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, তবে সেটি কার লেখা—তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে যাদবপুর থানার পুলিশ।