Salt Lake: ঘর ফাঁকা থাকলেই উধাও দামি জিনিসপত্র,ধৃত মূল পান্ডা

অপরাধ কলকাতা জেলা

নিউজ পোল ব্যুরো: পরপর হচ্ছিল চুরি। কোন সময়ে ঘর ফাঁকা থাকছে সেই দিকেই শকুনে মত নজর ছিল। সুযোগ পেলেই হচ্ছিল ঘরফাঁকা। কে করছে কিভাবে করছে কিছুই বুঝে উঠতে পারছিলেন না চুরির মূল পান্ডা গ্রেফতার। গ্রেফতার করল বিধাননগর (Bidhannagar) দক্ষিণ থানার পুলিশ (Police)। ধৃতের নাম দিলসাত শা। উলুবেড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে চোরেদের মূল টার্গেট ছিল পেয়িং গেস্টদের ঘর। সল্টলেক (Salt Lake) সুকান্ত নগর এলাকায় ঘুরে বেড়াত

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সুকান্ত নগর এলাকায় ধৃত যুবক হাতে একটি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো। মূলত সকাল বেলার দিকে করর ঘোরাঘুরি। সেই সময়ে কেউ প্রাতঃভ্রমণে বেরোলে বা কেউ বাজারে বোরোলে আর সেই সুযোগে ঘরের মধ্যে ঢুকে গিয়ে মোবাইল, ল্যাপটপ চুরি করে পালিয়ে যেত যুবক। এই নিয়ে ১৫ মার্চ বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ দিলসাত শাকে গ্রেফতার করে। বুধবার তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরির অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ Internship: ক্যারিয়ার গড়তে চান? এই সুযোগ হাতছাড়া করবেন না!

কলকাতায় বাইরের জেলার ও অন্যান্য রাজ্যের মানুষ বসবাস করেন। চাকরি বা অন্যান্য কাজের সূত্রে থাকেন ভাড়া বাড়িতে বা মেস বাড়িতে। বিশেষ করে সল্টলেক (Salt Lake) এলাকাতে। তাঁরাই যখন কাজে বের হতেন সেই দিকেই নজর থাকত। পরপর এই ঘটনায় বেশ চিন্তায় পড়েছিলেন ভাড়াটিয়ারা। কে নিচ্ছে কিভাবে নিচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কিছু কাজে বাইরে বের হতে গেলেই চিন্তায় পরতে হচ্ছিল এবাক্র আবার কি চুরি যাবে। ঘরে জিনিসপত্র রেখে চাবি দিয়ে বের হলেও মনে শান্তি ছিল না। এবার কি চুরি যাবে এই চিন্তাই সকলকে তাড়া করে বেরাচ্ছিল। এই নিয়েই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ। কে এই কাজ করছে তার খোঁজে তল্লাশি শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Police)। তদন্তে নেমেই দিলসাত শা-এর খোঁজ পায়। অভিযুক্তের গ্রেতারিতে স্বস্তি ফিরেছে ভাড়াটিয়াদের মধ্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT