নিউজ পোল ব্যুরো: কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে ভোটার তালিকা (Voter list) সংশোধন নিয়ে বিজেপির পালটা মিছিলের (BJP Rally) অনুমতি! তবে রয়েছে কিছু শর্ত। আদালত (Court) সূত্রে খবর, বিজেপি (BJP) মুরলিধর সেন লেনের দপ্তর থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করতে পারবে, তবে মিছিলের (BJP Rally) সময় ও পথ নিয়ে কিছু সীমাবদ্ধতা থাকবে। আদালতের (Court) নির্দেশ অনুযায়ী, মিছিল দুপুর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এবং এতে ১ হাজারের বেশি সমর্থক থাকতে পারবে না। মিছিলের পর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (Election Commission) গিয়ে তাদের দাবিপত্র জমা দেবে।
আরও পড়ুন: Barasat Bomb Threat: ইমেলে বোমা!জেলাশাসকের অফিসে হইচই
বিজেপির (BJP) মূল দাবি, মুরলিধর সেন লেন থেকে কমিশনের অফিস পর্যন্ত তাদের মিছিল (BJP Rally) নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব ছিল মিছিলটি সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত যাবে। সেখান থেকে প্রতিনিধিদল কমিশনের অফিসে যাবে। দুই পক্ষের বক্তব্য শোনার পর হাই কোর্টের (High Court) পক্ষ থেকে মিছিলের জন্য ওয়াই চ্যানেল পর্যন্ত পথ নির্ধারণ করা হয়েছে।
এরই মধ্যে, তৃণমূল কংগ্রেস (TMC) ভোটার তালিকার কারচুপি নিয়ে প্রথম প্রতিবাদ জানিয়ে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, বিভিন্ন ভিনরাজ্যের ‘ভূতুড়ে’ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃণমূলই (TMC) প্রথম এ বিষয়ে সংসদে সরব হয়ে কিছু অসঙ্গতি তুলে ধরেছিল। তারা দাবি করে, একাধিক ভোটার একই এপিক নম্বরে নাম আছে। এই সমস্যাগুলো চিহ্নিত করার জন্য তারা উদ্যোগী হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শাসকদলের চাপের ফলে নির্বাচন কমিশন (Election Commission) ভোটার তালিকা সংশোধনের জন্য পদক্ষেপ নেয়। আগামী ৬ মাসের মধ্যে সংশোধন হবে বলে আশ্বাস দেয়। এখন বিজেপি সেই বিষয়কেই সামনে এনে, তৃণমূলের (TMC) রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাইছে। যদিও পুলিশ মিছিলের অনুমতি দেয়নি কিন্তু হাই কোর্টের হস্তক্ষেপে সেই অনুমতি মিলেছে।
স্পষ্টত, রাজনৈতিক মহলে ভোটার তালিকার (Voter List) সমস্যা নিয়ে তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে এবং এই মিছিলের মাধ্যমে বিজেপি তৃণমূলের সঙ্গে কড়া রাজনৈতিক চ্যালেঞ্জে নামতে প্রস্তুত।