Waqf Bill: “সংসদকে ওয়াকফ হিসেবে দাবি করা হচ্ছিল”, বিস্ফোরক কিরেণ রিজিজু

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: বুধবার লোকসভায় কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু পেশ করেছেন ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Bill)। বিরোধীদের বিরধিতা সত্বেও তিনি বিল পেশ বলেন, ‘আজ ঐতিহাসিক দিন। আজ ওয়াকফ বিল লোকসভায় পেশ করা হলো। দেশের স্বার্থেই এই বিল পেশ হচ্ছে।’ কিরেণ রিজিজু (Kiren Rijiju) কংগ্রেসের সমালোচনা দিয়ে শুরু করেন, দাবি করেন যে দল ক্ষমতায় থাকাকালীন ওয়াকফ আইনে “প্রশ্নবিদ্ধ” পরিবর্তন এনেছিল। সেই সঙ্গেই করেছেন চাঞ্চল্যকর মন্তব্য। জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকলে সংসদ বিল্ডিং-এর কি হত।

এদিন বিল পেশ করার সময় কেন্দ্রীয় মন্ত্রী বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, “ওয়াকফ বিল পেশ না করা হলে, সংসদ বিল্ডিংও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হত”। কিরেন রিজিজু কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগ বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যদি থামানো না হত, তাহলে সংসদকে ওয়াকফকে দিতে হত।” কেন্দ্রীয় মন্ত্রী এদিন আরও বলেছেন, “১৯৭০ সাল থেকে দিল্লিতে চলমান একটি মামলায় সংসদ ভবন সহ বেশ কয়েকটি সম্পত্তি জড়িত ছিল। দিল্লি ওয়াকফ বোর্ড এই দাবি করেছিল… মামলাটি আদালতে ছিল কিন্তু তারপরে ইউপিএ ১২৩টি সম্পত্তি বাতিল করে ওয়াকফ বোর্ডকে দিয়েছিল।” তার পরেই তিনি বলেছেন, তিনি বলেন, “এর আগে UPA সরকারের আমলে ওয়াকফ বিলের ৪০ নম্বর ধারা ভয়ঙ্কর ছিল। যে কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে দাগিয়ে দেওয়া হতো। সংসদ ভবনকেও হয়তো ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকফের হাতে সংসদ ভবনের অধিগ্রহণ আটকেছেন। ৭০ বছর ধরে ভোটব্যাঙ্কের লোভে মুসলিমদের ভুল বোঝানো হয়েছে। এখন মুসলিমরা দু’হাত ভরে আমাদের সমর্থন জানাচ্ছেন।”

আরও পড়ুনঃ Banking System: ২০০০ টাকার নোট জমা দেওয়ার সহজ পদ্ধতি

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী (Kiren Rijiju ) বিরোধীদের আপত্তি উড়িয়ে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Bill) নিয়ে বলেছেন, ‘এই ওয়াকফ সংশোধনী বিল দেশের মুসলিমদের ভবিষ্যৎ বদলে দেবে। মুসলিম সংগঠনগুলিও এই বিলকে সমর্থন করছে। এই বিলের যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের প্রত্যেককে আমি নিজের বাড়িতে নিমন্ত্রণ করছি। তাঁদের বোঝাবো কেন এই বিল যুগান্তকারী। সরকার কারও জমি বা সম্পত্তি ছিনিয়ে নেবে না। আমরা আদালতের ক্ষমতা কেড়ে নিতে পারি না। মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না সংশোধিত বিল। কেবল ওয়াকফ সম্পত্তির দেখভাল সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করছে নতুন বিল।’ কেন্দ্রীয় মন্ত্রী আর জানান, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “ওয়াকফ সংশোধনী বিল অতীতে নয়, ভবিষ্যত নির্ভর। আমি স্পষ্টভাবে বলতে চাই-এই আইনে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না। রেজিস্টার্ড সম্পত্তিতে কোনও প্রভাব পড়বে না।” তবে বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/live/hVBITAB3UCc?si=HIb17fYg_OxKh22U