নিউজ পোল ব্যুরো: আইপিএলের (IPL 2025) মাঝেই দল বদল করতে চেয়ে মেইল পাঠালেন রাজস্থান রয়্যালস (RR) ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এখনও পর্যন্ত তিনটি ম্যাচে সেভাবে তাঁর ব্যাটে রান আসেনি। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), কেকেআর (KKR) এবং চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে তাঁর রান সংখ্যা যথাক্রমে ১, ২৯ এবং ৪। এর মধ্যেই দল পরিবর্তন করতে চাইছেন তিনি। এনওসি (NOC) চেয়ে চিঠিও দিয়েছেন কর্তৃপক্ষকে।
আরও পড়ুন: On This Day : ঘরের মাঠে বিশ্বজয়! ফিরে দেখা ২০১১
মুম্বই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ঘরোয়া ক্রিকেটে দল পরিবর্তন করতে চাইছেন। মুম্বইয়ের বদলে গোয়ার হয়ে খেলতে চাইছেন তিনি। সূত্রের খবর মঙ্গলবার এই মর্মে এনওসি চেয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইমেল করেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ থেকেই মুম্বইয়ের হয়ে খেলছেন জয়সওয়াল। বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ডাবল সেঞ্চুরিও রয়েছে তাঁর।

এমসিএ ‘র একটি সূত্র জানিয়েছে, “যশস্বী (Yashasvi Jaiswal) আমাদের থেকে এনওসি চেয়ে মেইল করেছে এবং গোয়ার হয়ে খেলতে চাইছে ও। যদিও কোন নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি, ব্যক্তিগত কারণের কথা বলেছে।” তবে ঘনিষ্ঠ মহলে বাঁহাতি ওপেনার নাকি স্পষ্ট করে দিয়েছেন যে অর্জুন তেন্ডুলকর-সিদ্ধেশ লাডদের মত গোয়াতেই যেতে চান উনি। গত মরশুমে মুম্বইয়ের হয়ে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির একটি ম্যাচে খেলেছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৩০।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
চলতি বছরের শুরুতে বর্ডার-গাভাস্কার সিরিজে পাঁচ টেস্টে ৪৩.৪৪ গড়ে ৩৯১ রান করে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ১৫ -জনের স্কোয়াডে ছিলেন না জয়সওয়াল। ছিলেন ট্রাভেলিং রিজার্ভে। পরে বিদর্ভের বিপক্ষে রঞ্জি সেমিফাইনাল ম্যাচের আগে তাঁকে আবার মুম্বই দলে ডাকা হয়েছিল। কিন্তু গোড়ালিতে ব্যথার কারণে ম্যাচের আগের দিন ছিটকে যান এই বিধ্বংসী বাঁহাতি ওপেনার।