নিউজ পোল ব্যুরো: এপ্রিল (April) মাস পড়তে না পড়তেই তাপমাত্রার (Temperature) পারদ ওপর উঠে গিয়েছে। ক্রমেই বাড়ছে গরমের তীব্রতা। বাইরে বের হলেই গাত্রদাহ হতে পারে, আর তাই গ্রীষ্মকালীন স্বস্তির জন্য এসি (AC) চালানো সাধারণ ব্যাপার। তবে এসি (AC) ব্যবহার করলে অনেকেরই চিন্তা থাকে বিদ্যুৎ বিল (Current bill) নিয়ে। কারণ এসি (AC) চালানোর ফলে বিল (Current bill) অনেক বেড়ে যায়। কিন্তু এমন কিছু সহজ পদ্ধতি আছে, যেগুলো অনুসরণ করলে এসি (AC) চালানোর পরেও বিদ্যুৎ বিল (Current bill) নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আসুন, জেনে নেওয়া যাক এসি ব্যবহারের (AC Hacks) ৫টি কার্যকরী পদ্ধতি, যাতে বিদ্যুৎ খরচ কম থাকে:
আরও পড়ুন: Banking System: ২০০০ টাকার নোট জমা দেওয়ার সহজ পদ্ধতি
১. এসির তাপমাত্রা ঠিকভাবে সেট করা: এসি (AC Hacks) ব্যবহারের সময় তাপমাত্রা (Temperature) সঠিকভাবে সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ এসি খুব কম তাপমাত্রায় সেট করেন, যা বিদ্যুৎ খরচ বাড়িয়ে দেয়। আদর্শ তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত। এই তাপমাত্রায় ঘর ভালোভাবে ঠান্ডা থাকে এবং বিদ্যুৎ খরচও (Electricity consumptio) কম হয়।

২. ফিল্টার নিয়মিত পরিষ্কার করা: এসি ফিল্টারে (AC Filter) ধুলো জমে গেলে তার বায়ু প্রবাহ কমে যায়, ফলে এসির কম্প্রেসারের (Compressor) উপর অতিরিক্ত চাপ পড়ে। এই কারণে বিদ্যুৎ খরচ (Electricity consumptio) বৃদ্ধি পায়। তাই প্রতি মাসে এসির ফিল্টার (AC Filter) ভালোভাবে পরিষ্কার বা পরিবর্তন (AC Hacks) করুন। এতে এসির কর্মক্ষমতা বাড়ে এবং বিদ্যুৎ খরচ কম থাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtu.be/X-JGz5VbS4Q
৩. ঘরে বায়ু চলাচল নিশ্চিত করা: এসি চালানোর সময় ঘরের বায়ু প্রবাহ (Air flow) ঠিকভাবে থাকতে হবে। যদি জানালা বা দরজা খোলা থাকে তবে বাইরে থেকে গরম বাতাস প্রবাহিত হবে, যা এসির কাজকে বাধাগ্রস্ত করবে। সুতরাং এসি চালানোর সময় ঘরের জানালা এবং দরজা বন্ধ রাখুন। এসির ভেন্টিলেশন (AC Ventilation) সঠিক রাখুন।
৪. ফ্যান ব্যবহার করা: এসি (AC) চালানোর সময় ঘরে ফ্যান চালালে এসির (AC) চাপ কমে যায় এবং ঘর দ্রুত শীতল হয়। ফ্যানের কারণে এসি দীর্ঘ সময় ধরে কার্যকরভাবে কাজ করে এবং ঘরের তাপমাত্রা (Temperature) স্বাভাবিক থাকে। এটি এসির উপর চাপ কমিয়ে বিদ্যুৎ খরচ কমায়।
৫. সঠিক সময়ে এসি বন্ধ করা: বিনা কারণে এসি (AC) চালানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনি ঘরে না থাকেন, তাহলে এসি বন্ধ করে রাখুন। ঘর শীতল হয়ে গেলে এসির তাপমাত্রা বাড়িয়ে দিন। রাতে হালকা শীতলতা প্রয়োজন হলে এসির টাইমার (AC Timer) সেট করুন। যাতে নির্দিষ্ট সময় পর এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এইভাবে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এসি ব্যবহারের সময় এসব বিষয় মাথায় রাখলে আপনার বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে।