নিউজ পোল ব্যুরো: আধুনিক জীবনে যখন এক মুহূর্তের জন্যও থেমে থাকা যায় না, তখন অ্যাপ-ক্যাবের (App-Cab) সুবিধা অনেকের জন্যই এক অবিশ্বাস্য উপহার হয়ে উঠেছে। বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তায় তাড়াহুড়ো করে কোথাও পৌঁছানোর জন্য বাইক ট্যাক্সি (Bike-Taxi)যেন এক দুঃসাহসিক যাত্রার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। মোবাইল (Mobile) টিপে সহজে বাইক (Bike) বুক করে, ঘর থেকে বেরোনো থেকে গন্তব্যে পৌঁছানো—সবই যেন এক নিমিষে হয়ে যায়। কিন্তু এই সুখী জীবনযাত্রার দিনগুলি আর হয়তো দীর্ঘস্থায়ী হবে না। কারণ কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) সাম্প্রতিক রায়ের পর, রাজ্যে বাইক ট্যাক্সি (App-Cab Ban) সেবাগুলি বন্ধ হওয়ার পথে। হঠাৎ করে এই পরিবর্তনের কারণ ও তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
আরও পড়ুন: AC Hacks: এসি চালালেও পকেট ফাঁকা নয়, চমকে দেওয়া টিপস
কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) নির্দেশ অনুযায়ী, আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্যে বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ (App-Cab Ban) করে দিতে হবে। এই রায়ের মাধ্যমে হাইকোর্ট জানিয়েছে যে, মোটর ভেহিকেলস (Motor Vehicle Act) অ্যাক্ট ১৯৮৮-এর ৩ নম্বর ধারার আওতায় সরকার প্রয়োজনীয় গাইডলাইন (Guidelines) না তৈরি করা পর্যন্ত রাজ্যে বাইক ট্যাক্সি (Bike Taxi) চলতে পারবে না। এর ফলে জনপ্রিয় বাইক ট্যাক্সি পরিষেবাগুলি যেমন, উবের (Uber), ওলা (Ola), র্যাপিডো (Rapido), এই সমস্ত পরিষেবা আপাতত বন্ধ হয়ে যাবে।

কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) বিচারপতি বিএম শ্যাম প্রসাদের বেঞ্চ এই সিদ্ধান্তে পৌঁছেছেন এবং রাজ্য সরকারকে তিন মাসের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে প্রয়োজনীয় আইন ও সঠিক গাইডলাইন তৈরি করতে হবে। ২০২১ সালে কর্নাটক সরকার বাইক ট্যাক্সি সেবার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যার বিরুদ্ধে উবের, র্যাপিডো এবং ওলা হাইকোর্টে (App-Cab Ban) আবেদন করেছিল। সেই সময় হাইকোর্ট সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় আসার সম্ভাবনা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtu.be/X-JGz5VbS4Q
এই রায়ের পর বাইক ট্যাক্সি পরিষেবার কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা ভাবছেন। যদিও পরিষেবাগুলির বিরুদ্ধে আইনগত পদক্ষেপের ইঙ্গিত মিলছে, তবুও এ বিষয়টি আপাতত যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। আগামী দিনগুলোতে কী হবে তা নিয়ে মানুষের মধ্যে অনেক সংশয় রয়েছে।
কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্দেশনার ফলে সবার পক্ষে কী সুবিধা বা অসুবিধা হবে? রাজ্যে যদি বাইক ট্যাক্সি পরিষেবা (App-Cab) বন্ধ হয়ে যায় তাহলে নির্দিষ্ট কয়েকটি শহরে পরিবহন ব্যবস্থার ওপর চাপ বাড়বে। অনেকেই এখনও বাইক ট্যাক্সির সুবিধা গ্রহণ করেন, যেটি সস্তা এবং দ্রুত পৌঁছানোর উপায় হিসেবে দেখা হয়। ফলে এই পদক্ষেপে সামাজিক-অর্থনৈতিক প্রভাব কেমন হবে তা দেখার বিষয়।