নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার (Thursday) দিনটি কর্কট রাশির জাতকদের জন্য শুভ। তবে, কিছু রাশির জাতককে এই দিনে সতর্ক (Alert) থাকতে হতে পারে। আসুন দেখে নিই কী আছে আজকের রাশিফলে (Thursday Horoscope)।
আরও পড়ুন: Daily Horoscope: আজকের রাশিফলে খুঁজে পান আপনার সঠিক পথ!
মেষ– শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে (Thursday Horoscope)। ধর্মীয় (Religious) কাজের জন্য দান করা হতে পারে। পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যাবে। সকালে কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় (Business) উদ্বেগ বাড়তে পারে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে। পেটের সমস্যা (Stomach problems) দেখা দিতে পারে। কর্মচারীদের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। তবে, অতিরিক্ত হঠকারী হলে শারীরিক আঘাতের (Physical injury) সম্ভাবনা রয়েছে। পাওনা আদায় নিয়ে ঝামেলা হতে পারে।
বৃষ– কীটপতঙ্গ (Insects) থেকে সাবধান থাকতে হবে। সংসারে অর্থ সাশ্রয়ের বিষয়ে আলোচনা হতে পারে। শত্রুর আতঙ্ক বাড়তে পারে। ব্যবসায় (Business) সতর্ক সিদ্ধান্ত (Decision) নিতে হবে। কোন বড় প্রতিষ্ঠানে কাজের বিষয়ে আলোচনা হতে পারে। রেগে গিয়ে ক্ষতি হতে পারে। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধ (Disagreement) হতে পারে। আইনি কাজে (Legal work) ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর্থিক চাপ (Financial stress) অনুভূত হবে। বাড়ির বাইরে কারও সঙ্গে বিবাদ এড়িয়ে হতে পারে। কর্মক্ষেত্রে (Workplace) কারও নির্দেশ মেনে চলতে হতে পারে। আত্মীয়দের (Relatives) কাছ থেকে তেমন সাহায্য পাওয়ার আশা নেই। বেশি কথা বললে পারিবারিক অশান্তি বাড়তে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মিথুন– সকালে শরীরের ক্ষতি হতে পারে। প্রেমে শান্তি আসতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের পড়াশোনার বিষয় নিয়ে চিন্তা বাড়বে। পেটের সমস্যা হতে পারে। বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। ব্যবসায় (Business) ক্ষতির চিন্তা থাকবে। বাড়তি খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে। মনের বিভ্রান্তি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। দুর্বলতা নিয়ে কেউ সুযোগ নিতে পারে।
কর্কট– কিছু আশা (Hope) অপূর্ণ হতে পারে। দূর দেশে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। সামাজিক কাজের (Social Work) মাধ্যমে সুনাম বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। কোনও আত্মীয়ের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থলে অশান্তি বাড়তে পারে। একা থাকতে ভালো লাগবে। জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। সংসারে অতিথির আগমনে খরচ বাড়তে পারে। কাউকে তিক্ত কথা বলার জন্য আফসোস হতে পারে। লিভারের সমস্যাও বাড়তে পারে। ব্যবসায় (Business) সুযোগ হাতছাড়া হতে পারে।
সিংহ– অতিরিক্ত কথা বলার কারণে বাড়িতে অশান্তি হতে পারে। শরীরের অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য মিলতে পারে। বিবাহের শুভ যোগ রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ নিয়ে চিন্তা থাকতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগে সাবধান থাকতে হবে। পড়াশোনায় সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলা ভালো হবে। সন্তানের জন্য অতিরিক্ত খরচ হতে পারে।
কন্যা– প্রেমে বিচ্ছেদ হতে পারে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। ব্যবসায় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানদের কারণে ঘরোয়া অশান্তি বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। পূজা বা ধর্মীয় কাজের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে। সংসারে অনেক চেষ্টা করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে।
তুলা– মনের মতো পরিবেশ পেতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হতে পারে। কর্মস্থলে পরিবর্তন আসতে পারে। বাড়তি খরচের যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে বাড়িতে অশান্তি হতে পারে। বাড়িতে খারাপ খবর আসতে পারে। মাথা ব্যথা হতে পারে। দুপুরের পর কারও প্রতি আচরণ খারাপ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লাভের আশা না করাই ভালো। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয় করা হতে পারে। অতিরিক্ত কথা বললে অশান্তি বাড়তে পারে।
এদিন কিছু রাশির জাতকদের জন্য সাবধান থাকার পরামর্শ রয়েছে, তবে কর্কট রাশির জাতকদের জন্য দিনটি বেশ শুভ।