নিউজ পোল ব্যুরো: কলেজ স্ট্রিটের কফি হাউস (Coffee House) মানেই ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এই কফি হাউসে বসেই মান্না দে’র সেই বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’- তবে কী সত্যিই হারিয়ে যেতে চলেছে এই আড্ডা? এই কফি হাউস শুধুমাত্র এক কাপ কফি (Coffee)-এর স্বাদ নয়, এটি কলকাতার মেধা ও মননের প্রতীক। অথচ এই ঐতিহ্যের ঠিকানাই আজ ধ্বংসের মুখে! এই ঐতিহ্যবাহী কফি হাউস (College Street Coffee House)-এর শতাব্দীপ্রাচীন স্থাপত্যের ওপর নেমে এল ছেনি-হাতুড়ির আঘাত। ১৫ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই হেরিটেজ বিল্ডিং (Heritage Building) আসছে বছর ১৫০ বছরে পা দিতে চলেছে, অথচ তারই একটি পিলার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি অসাধু ব্যবসায়ীদের লোভের শিকার হয়ে ভেঙে দেওয়া হল শতাব্দীপ্রাচীন এই স্থাপনার পিলার।
আরও পড়ুন:- 2016 SSC Panel: ‘দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়’, চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন সুকান্ত-বিকাশরঞ্জন

সম্প্রতি বিজয়প্রকাশ আগরওয়াল অ্যান্ড সনস (Vijay Prakash Agarwal & Sons) নামের এক সংস্থার নির্দেশে কফি হাউসের নিচে থাকা চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি (Chakraborty & Chatterjee) বইয়ের দোকানের মেরামতির কাজ শুরু হয়। তবে এই সংস্কারের আড়ালে বেআইনি নির্মাণের ছক কষা হচ্ছিল, যা টের পাননি কেউ। হঠাৎই রবিবার দুপুরে ১০০ নম্বরে ফোন করে একজন জানান, কফি হাউসে (Coffee House) অবৈধভাবে ভাঙচুর চলছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, বইয়ের দোকানের লাগোয়া কফি হাউসের একটি পিলার (Pillar) প্রায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার জেরে তৎপর হয়ে ওঠে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। ৪০১ ধারায় কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা (Building Department Engineers) কফি হাউস পরিদর্শন করেন। কফি হাউসের ঐতিহ্য রক্ষায় সরব হয়েছে কফি হাউস সোশাল সার্ভিস অ্যাসোসিয়েশন (Coffee House Social Service Association)। সংগঠনের তরফে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) এবং ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান (West Bengal Heritage Commission Chairman)-কে চিঠি পাঠানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
অচিন্ত্য লাহা (Achintya Laha) সংগঠনের পক্ষ থেকে চিঠিতে উল্লেখ করেছেন, এই কফি হাউসের (Coffee House) ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। নবজাগরণের অগ্রদূত কেশবচন্দ্র সেন (Keshab Chandra Sen)-এর হাত ধরে প্রতিষ্ঠিত এই ভবনের ক্ষতি হওয়া শহরের ইতিহাসের অপূরণীয় ক্ষতি। কলেজ স্ট্রিট কফি হাউসের ঐতিহ্য রক্ষা করতে বদ্ধপরিকর প্রশাসন। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়েছেন, যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি শীঘ্রই ঘটনাস্থলে পরিদর্শনে যাবেন।এরই মধ্যে এই বেআইনি কাজের জন্য রবিবার রাতে কিছু শ্রমিককে গ্রেফতার করেছিল আমহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station)। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়।