Kolkata Corporation: জলের চাহিদা মেটাতে বুস্টার পাম্পিং স্টেশন

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: কলকাতা পৌরসভার (Kolkata Corporation) উদ্যোগে বাসিন্দারা পেতে চলেছেন বিশুদ্ধ পানীয় জল। উল্লেখ্য, গার্ডেনরিচ (Garden Reach) থেকে সরবরাহ করা এই জল পৌঁছাবে ১৪২ নম্বর ও ১১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দারা পানীয় জলের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন।

এই পানীয় জল সরবরাহের জন্য রামকান্তপুরে (Ramkantapur) একটি আধুনিক বুস্টার পাম্পিং স্টেশন (booster pumping station) তৈরি করা হয়েছে। সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) নতুন বুস্টার পাম্পিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই নতুন পরিকাঠামোটি ২১০০ কিলোলিটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি-র মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সংরক্ষণ করতে সক্ষম। এর ফলে স্থানীয় বাসিন্দারা প্রতিদিন যথাযথ পরিমাণে সেফ ড্রিংকিং ওয়াটার পাবেন। যা প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে ১৪২ এবং ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারবে। ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম -এর মাধ্যমে পরিশোধিত জল এখানে সংরক্ষণ করা হবে, যা পরে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করা যাবে।

আরও পড়ুনঃ Malda: মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু

মনে করা হচ্ছে, এই নতুন পাম্পিং স্টেশন চালুর ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা অনেকটাই দূর হবে। কলকাতা পৌরসভার এই উদ্যোগ শুধুমাত্র জলের সংকট দূর করবে না, বরং শহরের সাস্টিনএবল ওয়াটার সাপ্লাই সিস্টেম গড়ে তুলতে সহায়তা করবে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহরের বিভিন্ন এলাকায় এমন বুস্টার পাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করছে, যা শহরের জল সমস্যা দূর করতে সাহায্য করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr