নিউজ পোল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদা (Malda) জেলার রতুয়া থানার অন্তর্গত সালাবাতপুর (Salabatpur) গ্রামে এলাকায়। মৃত ছাত্রীর নাম সোনিয়া মন্ডল, বয়স (১৬)।
সূত্রের খবর, নিজের ঘরের ভেতর থেকেই নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনাটি আত্মহত্যা (Suicide) নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পরিবারের সূত্রে খবর, নাবালিকা স্থানীয় শ্রীপুর হাই স্কুলের (Shripur High School) ছাত্রী । এই বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) দিয়েছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটায় নাবালিকা। সোনিয়া অন্যসব দিনের মতোই স্বাভাবিক ছিল। সামনের মাসেই তার বিয়ে (Marriage) ঠিক হয়েছিল। বাড়ির সবাই যখন সকালে জমিতে কাজ করতে যায়, তখন সে ঘরেই ছিল। কিন্তু কাজ শেষে ফিরে এসে সোনিয়ার মা সুনিতা মন্ডল (Sunita Mondal) ঘরে ঢুকে দেখেন, তার মেয়ে গলায় ওড়না (Scarf) পেঁচিয়ে ঝুলছে। এমন দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে (Rural Hospital) নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেন।
আরও পড়ুনঃ Trump-Musk : ট্রাম্পের দেওয়া সরকারি পদ থেকে ৩ মাসেই ইস্তফা দিচ্ছেন মাস্ক!
প্রসঙ্গত, এখনও পর্যন্ত সোনিয়ার মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পরিবার এবং স্থানীয় বাসিন্দারা এখনও বুঝে উঠতে পারছেন না, কী কারণে সে এমন চরম সিদ্ধান্ত নিল। এরইমধ্যেই রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, পুলিশ অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) মামলা রুজু করেছে। সোনিয়ার দেহ ময়নাতদন্ত (Post-Mortem) করার জন্য মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College & Hospital) পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr