Nabanna: ২৬ হাজার জনের চাকরি বাতিলের পরেই নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মমতা

breakingnews কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ২৬ হাজার জনের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই নড়েচড়ে বসল নবান্ন। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) ইস্যুকে বিরোধীরা বড় ইস্যু করবে তা আর বলার অপেক্ষা রাখে না। ২০১৬ সালের এসএসসি-এর সম্পূর্ণ প্যানেল বাতিল নিয়ে শীর্ষ আদালতের রায়দানের পর এমনটাই বলছেন রাজনৈতিক মহলের একাংশ। এই আবহেই শিক্ষাদফতরকে নিয়ে নবান্নে (Nabanna) জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। শুধু শিক্ষামন্ত্রী নয় শিক্ষা দফতরের বিশেষ আধিকারিকদেরও তলব করেছেন মুখ্যমন্ত্রী। দুপুর তিনটেয় বৈঠক ডেকেছেন।

প্রসঙ্গত, ২৬ হাজার চাকরি বাতিল (Job cancellation)! সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সেই রায় বহাল রেখেছে। ফলে, চাকরি বাতিল (Job Cancellation) হওয়ার পাশাপাশি ২০১৬ সাল থেকে যারা বেতন পেয়ে এসেছেন তাঁদের সেই বেতন (Sallary) ফেরত দিতে হবে। তবে এই আদেশ কাদের জন্য প্রযোজ্য এবং কত পরিমাণ টাকা ফেরত দিতে হবে, তা নিয়ে বেশ কিছু বিস্তারিত তথ্য উঠে এসেছে।

আরও পড়ুনঃ Supreme Court: সুদ সমেত সব টাকা ফেরত দিতে হবে চাকরিহারাদের

এসসিসি (SSC) কর্তৃক পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৫ হাজার ৪৮৫ জন কর্মী চিহ্নিত হয়েছেন যারা প্যানেলভুক্ত না হয়ে, অবৈধভাবে চাকরি পেয়েছেন। তবে, রাজ্য এবং বোর্ডের তরফেও আলাদা তালিকা তৈরি হচ্ছে ফলে এই সংখ্যাটি বাড়তেও পারে। আইনজীবীরা জানিয়েছেন, মোট সংখ্যা ৫ হাজারের নিচে নাও হতে পারে। যারা বেআইনি নিয়োগের মাধ্যমে চাকরি (Job) পেয়েছেন তাঁদের জন্য বেতন ফেরত দেওয়ার সময় বিশেষভাবে নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ C ও গ্রুপ D ক্যাটাগরির জন্য ১২ শতাংশ সুদ যুক্ত করা হবে। যেমন, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিজীবীদের শুরুতে মাসিক বেতন প্রায় ৪৪ হাজার টাকা ছিল। ফলে ২০২৪ পর্যন্ত তাঁদের মোট বেতন প্রায় ২৬ লক্ষ টাকা হতে পারে। গ্রুপ C কর্মীদের জন্য শুরুতে বেতন প্রায় ২৬-২৭ হাজার টাকা ছিল। যার ফলে ২০২৪ অবধি ১৬ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। গ্রুপ D কর্মীদের জন্যও তাদের শুরুর বেতন ছিল ১৯ হাজার টাকা। যা ২০২৪ পর্যন্ত প্রায় ১১ লক্ষ টাকায় পরিণত হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtu.be/X-JGz5VbS4Q