SSC Case: শিক্ষক নেই, শিক্ষা নেই! ভবিষ্যৎ প্রশ্নের মুখে

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: এসএসসি মামলায় (SSC Case) সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় প্রকাশের পর থেকে স্কুলে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ (SSC Recruitment) পেয়েছেন, বিশেষ করে যেসব স্কুলে তারা নিযুক্ত রয়েছেন, সেখানে নানা সমস্যা এবং দুশ্চিন্তা দেখা দিয়েছে। স্কুলে শিক্ষক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। স্কুল কর্তৃপক্ষের মধ্যে প্রশ্ন উঠছে— কীভাবে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে? বিশেষ করে যখন কাজের চাপ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। পরীক্ষা, মূল্যায়ণ, ফলাফল বাংলার শিক্ষা পোর্টালে আপলোড (Upload) করার মতো কাজগুলো ঠিকমতো করা যাবে কিনা, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

আরও পড়ুন: 2016 SSC Panel: রাজ্যে চাকরি হারানোদের তালিকা

এসএসসি’র (SSC Case) মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ হয়ে থাকে। সম্প্রতি ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এর ফলে, স্কুলগুলির কাজের ধরণে ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Secondary and High Secondary) খাতা মূল্যায়ন চলছে এবং কিছুদিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করা হবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে— কোন শিক্ষক ক্লাস নেবেন? একাদশ-দ্বাদশ শ্রেণির সিলেবাস কীভাবে শেষ করা হবে?

যেসব স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য বিষয়ভিত্তিক শিক্ষকরা চাকরি হারিয়েছেন (SSC Case) সেখানে নতুন করে শিক্ষকের অভাব দেখা দিয়েছে। শিক্ষকদের অভাবে ছাত্রদের পাঠদান কতটা প্রভাবিত হবে, তা নিয়ে চিন্তা বাড়ছে। যদিও সূত্রের খবর, ২০১৬ সালের এসএসসি প্যানেলে (SSC Panel) থাকা শিক্ষকরা এই মুহূর্তে চাকরি (Job) ছাড়তে বাধ্য নন। তাদের জন্য তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছে। তবে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের প্রভাব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর পড়বেই।পরিস্থিতি আরো জটিল হবে বলে মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT