Summer Vacation: তীব্র গরমেও ছুটি নয়! স্কুল খোলা রাখার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা

কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: একদিকে বঙ্গ জুড়ে চলছে গ্রীষ্মের দাপট, অন্যদিকে শহর জুড়ে চলছে তীব্র দাবদাহ (Severe heatstroke)। চৈত্র মাসের তীব্র গরমের (Intense heat) কারণে রাজ্য সরকার স্কুলে গরমের ছুটি (Summer Vacation) দেওয়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত (Decision) নিতে চায় না। ইতিমধ্যেই স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণির সামেটিভ পরীক্ষা (Summative Exam)শুরু হয়েছে। এরপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের (Third Semester) ক্লাস। এমন পরিস্থিতিতে বিকাশ ভবন (Bikash Bhavan) আরও কিছুদিন অপেক্ষা করতে চায়। তারা ছুটির ব্যাপারে রাজ্যের বিভিন্ন জেলার রিপোর্ট (Report) পর্যালোচনা করে সিদ্ধান্ত (Decision) নিতে চায়।

আরও পড়ুন: Internship: ক্যারিয়ার গড়তে চান? এই সুযোগ হাতছাড়া করবেন না!

এ বছর রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে ১২ থেকে ২৩ মে পর্যন্ত গরমের ছুটি (Summer Vacation) থাকার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই তীব্র গরম শুরু হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল (April) থেকে জুন (June) মাসে পশ্চিমবঙ্গসহ অনেক রাজ্যেই গরমের তীব্রতা থাকবে। রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির ভিত্তিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হচ্ছে। যেখানে এপ্রিলের (April) পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং পরবর্তী সময়ে শুরু হবে উচ্চ মাধ্যমিকের (High Secondary) তৃতীয় সেমিস্টারের ক্লাস।

এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকরা চিন্তিত, কীভাবে সিলেবাস (Syllabus) সম্পূর্ণ হবে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “পরিকল্পনাহীন ছুটি নয়। আগের ৮৫টি ছুটি পুনরুদ্ধার করে বাস্তবসম্মতভাবে গরমের ছুটি (Summer Vacation) বাড়ানো উচিত।” অন্যদিকে, নারায়ণদাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া জানান, “লম্বা ছুটি পড়লে ছাত্রদের শিক্ষার ক্ষতি হবে।”

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের মতে, “যাঁরা এই প্রশ্ন তুলছেন তাঁরা ছাত্রদের কথা ভাবছেন না, বরং অজুহাত খুঁজছেন স্কুল না যাওয়ার।” গত বছর ৯ থেকে ২০ মে গরমের ছুটি ছিল তবে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘোষণায় ২১ এপ্রিল থেকেই স্কুল বন্ধ হয়ে যায়। এবছর ১১ দিন গরমের ছুটি ঘোষণা হয়েছে যা ১২ মে থেকে শুরু হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শিক্ষকদের মতামত অনুযায়ী, ১০ দিনের গরমের ছুটি বাড়িয়ে প্রায় দু মাস করা অত্যন্ত কঠিন করে তোলে শিক্ষার পদ্ধতি। ‘কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস’-এর সম্পাদক সৌদীপ্ত দাস মনে করেন, “গ্রীষ্মপ্রধান দেশে পরিকল্পিতভাবে গরমের ছুটি বাড়ানো উচিত।” উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এবং পুজোর আগেই পরীক্ষা হওয়ার কারণে অতিরিক্ত ছুটির (Additional leave) কারণে শিক্ষার ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

এভাবে, পরিস্থিতি পর্যালোচনা করে স্কুলগুলির জন্য এক সুসংগঠিত ছুটির সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে ছাত্রদের শিক্ষার মান অক্ষুণ্ণ থাকে।