নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে ( 6th BIMSTEC summit) যোগদানের জন্য দুই দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন (PM Modi in Thailand)। থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী সুরিয়া জংরুনগ্রেয়াংকিট ভারতের প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) জানিয়েছেন উষ্ণ অভ্যর্থনা।
থাইল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত “সম্প্রসারণবাদ” নয়, “উন্নয়নবাদ” নীতিতে বিশ্বাস করে। নমো বলেছেন, “ভারত ও থাইল্যান্ডের শতাব্দী প্রাচীন সম্পর্ক আমাদের গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনের মাধ্যমে সংযুক্ত। বৌদ্ধধর্মের প্রসার আমাদের জনগণকে সংযুক্ত করেছে। আয়ুথায়া থেকে নালন্দা পর্যন্ত বুদ্ধিজীবীদের আদান-প্রদান হয়েছে। রামায়ণের গল্প থাই জনগণের জীবনের একটি অংশ।” থাইল্যান্ডে পৌঁছে নমো বলেছেন, “সংস্কৃত ও পালির প্রভাব আজও ভাষা ও ঐতিহ্যে প্রতিফলিত হয়। আমার সফরের সময়, ১৮ শতকের রামায়ণ ম্যুরাল চিত্রের উপর ভিত্তি করে একটি স্মারক ডাকটিকিট জারি করায় আমি থাইল্যান্ড সরকারের কাছে কৃতজ্ঞ।”
আরও পড়ুনঃ SSB: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশী যুবক
এদিন থাইল্যান্ডে পৌঁছে (PM Modi in Thailand) ভারতের ‘পূর্ব দিকে কাজ করুন’ নীতি এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গিতে থাইল্যান্ডের বিশেষ স্থান রয়েছে বলে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এবং থাইল্যান্ড মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা সমর্থন করে; আমরা সম্প্রসারণবাদ নয়, উন্নয়নবাদের নীতিতে বিশ্বাস করি। আমরা ভারত-থাইল্যান্ড সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি।” সেদেশে যাওয়ার পর থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা প্রধানমন্ত্রী মোদীকে তাঁদের পবিত্র ধর্মগ্রন্থ, “World Ti-pitaka: Sajjhaya Phonetic Edition” উপহার দিয়েছেন। জানিয়ে রাখা ভালো, থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুল্যাদেজ (নবম রামা) এবং রানী সিরিকিতের ৭০ বছরের রাজত্বের স্মরণে ২০১৬ সালে থাই সরকার ধর্মগ্রন্থ প্রকাশ করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায়, প্রধানমন্ত্রী মোদী বিমসটেক ( 6th BIMSTEC summit) নেতাদের সঙ্গে থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের নেতাদের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের তত্ত্বাবধানের বৈঠকে যোগ দেবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো থাইল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কা যাবেন প্রধানমন্ত্রী মোদী। ৫ এপ্রিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr