Thursday Weather: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: চৈত্রের দাবদাহে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। সকাল থেকেই চড়া রোদ, আর রাতে অস্বস্তিকর গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। ক্রমশ বাড়ছে তাপমাত্রা,(Thursday Weather) বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণও। এই প্রখর গরমের মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (Weather Update) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে (West Midnapore, East Midnapore, Jhargram) বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরমের দাপট এখনও বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে (Western Districts of South Bengal) তুলনামূলক বেশি গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বাড়বে, যা গরমকে আরও অস্বস্তিকর করে তুলবে। তবে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আরও পড়ুন:- Today Weather: ঝড়-বৃষ্টির পর দক্ষিণবঙ্গে ফিরল মনোরম আবহাওয়া

আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে (Thursday Weather) বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। শুক্রবার বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), পশ্চিম বর্ধমান (West Bardhaman) এবং ঝাড়গ্রাম (Jhargram) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Stormy Wind) বইতে পারে। রবিবার ও সোমবার আবার পূর্বের জেলাগুলিতে (Eastern Districts) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার কালিম্পং (Kalimpong), দার্জিলিং (Darjeeling) এবং জলপাইগুড়ি (Jalpaiguri) ভিজতে পারে। রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে। মালদহ (Malda) জেলাতেও বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রায় (North Bengal Temperature) বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই চৈত্র মাসে (Chaitra Month) দক্ষিণবঙ্গবাসী প্রচণ্ড গরমের কবলে পড়েছেন। দুপুরের তীব্র রোদে কয়েক মুহূর্ত দাঁড়ালেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। তাপপ্রবাহের (Heatwave) কারণে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে, আবহাওয়া (Thursday Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন বৃষ্টি যদি হয়, তাহলে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস হওয়ার সম্ভাবনা এখনই নেই।