নিউজ পোল ব্যুরো: দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই নিজের অন্যতম ‘কাছের মানুষ’ এলন মাস্ককে (Elon Musk) দক্ষতা বিষয়ক দফতরের প্রধানের পদে বসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩ মাস যেতে না যেতেই সেই পদ ছাড়তে চলেছেন বিশ্বের এক নম্বর ধনকুবের। আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে নয়া জল্পনা। তবে কি চিড় ধরল ট্রাম্প-মাস্ক (Trump-Musk) সম্পর্কে?
আরও পড়ুনঃ Modi-Yunus: খুব শিগগিরই মোদী-ইউনূস বৈঠক, দাবি বাংলাদেশের, কী বলছে দিল্লি?
গুরুত্বপূর্ণ সরকারী পদ থেকে মাস্কের ইস্তফা দিতে চলার বিষয়টি মার্কিন রাষ্ট্রপতি (US President) ডোনাল্ড ট্রাম্প নিজে তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। আর এখানেই উঠছে প্রশ্ন, দায়িত্ব পাওয়ার মাত্র ৩ মাসের মধ্যে কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন মাস্ক? সম্প্রতি অসংখ্য কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্পেস-এক্স (SpaceX) এবং টেসলা’র (Tesla) কর্ণধার। যা প্রত্যাহার করার নির্দেশ দেয় আদালত। কেউ কেউ মনে করছেন, সম্ভবত এই কারণেই ফাটল ধরতে পারে ট্রাম্প-মাস্ক (Trump-Musk) পারস্পরিক সম্পর্কে।

এদিকে দক্ষতা বিষয়ক দফতরের প্রধানের পদ থেকে মাস্কের ইস্তফা দেওয়ার প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য নিয়ে একটু ভিন্ন মত পোষণ করছে হোয়াইট হাউজের (White House) একাংশ। হোয়াইট হাউজের মিডিয়া সচিব ক্যারোলিন লিভিটের (Karoline Leavitt) কথায়, “এর আগে মাস্ক এবং ট্রাম্প দুজনেই জানিয়েছিলেন যে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিজের কাজ শেষ হলেই স্বেচ্ছায় পদ ছাড়বেন এলন মাস্ক। উল্লেখ্য, সোমবারই রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়েছিলেন, “মাস্ককে ধরে রাখার চেষ্টা করব। তবে তাঁর নিজস্ব একটি সংস্থা আছে। তিনি সেখানেই ফিরতে চান।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
অন্য একটি সূত্রেও একই তথ্য সামনে আসছে। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে উক্ত সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যে ট্রাম্প-মাস্ক (Trump-Musk) সম্পর্কে আদতেই ফাটল ধরেনি। এমনকি মাস্কের কাজ নিয়েও বেশ উৎফুল্ল মার্কিন রাষ্ট্রপতি। তবে দুজনে আলোচনা করে ঠিক করেছেন যে নিজের ব্যবসার কাজে মনোনিবেশ করার জন্য এটাই মাস্কের কাছে সেরা সময়। যদিও পথ ছাড়লেও ভবিষ্যতে প্রয়োজন পড়লে আবার আমেরিকার দক্ষতা বিষয়ক দফতরকে সহযোগিতা করবেন মাস্ক।