WBBSE: টেস্টে পাশ না করেও উচ্চ মাধ্যমিক? নতুন নিয়মে মিলবে দ্বিতীয় সুযোগ!

কলকাতা জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া (WBBSE) ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। এবার থেকে পুরনো পদ্ধতিতে যারা টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বা ভবিষ্যতে অনুত্তীর্ণ হবেন, তাদের জন্যও দ্বাদশ শ্রেণির সেমেস্টার পরীক্ষায় (Semester Examination) বসার সুযোগ থাকবে। এই সিদ্ধান্ত নিয়ে বুধবার সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এই নতুন ব্যবস্থায় পড়ুয়াদের পূর্ণ স্বাধীনতা থাকবে। তারা চাইলে নিজেদের পুরনো পদ্ধতি থেকে সেমেস্টার পদ্ধতিতে (Semester System) মাইগ্রেট (Migrate) করতে পারবেন, আবার না চাইলে আগের মতোই পরীক্ষার সুযোগ পাবেন। পড়ুয়াদের সুবিধার্থে পুরো প্রক্রিয়াটিই অনলাইনে (Online) সম্পন্ন করা যাবে। ফলে পরীক্ষার্থীদের স্কুলে গিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হবে না।

আরও পড়ুন:- Nabanna: ২৬ হাজার জনের চাকরি বাতিলের পরেই নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মমতা

এই নতুন নিয়মের (WBBSE) অধীনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই সংক্রান্ত অনলাইন আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্য প্রায় এক মাসের সুযোগ থাকছে। আবেদন করার জন্য পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে (Council Website) গিয়ে নির্দিষ্ট ‘অপশন ফর্ম’ (Option Form) পূরণ করতে হবে। এই ফর্মের মাধ্যমে পরীক্ষার্থীরা নতুন সেমেস্টার পদ্ধতিতে যোগ দিতে ইচ্ছুক কি না, তা নির্ধারণ করতে পারবেন।যারা সেমেস্টার পদ্ধতিতে স্থানান্তরিত হতে চান, তাদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা (Practical Examination) সম্পর্কিত বিষয়গুলিও সেমেস্টার পদ্ধতির অন্তর্ভুক্ত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলগুলির দায়িত্ব থাকবে পুনরায় শিক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর (Practical Marks) সংসদের পোর্টালে আপলোড করার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtu.be/X-JGz5VbS4Q

এই বছরই শেষবারের মতো পুরনো পাঠ্যক্রমের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBBSE) হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছিল, যারা পুরনো পদ্ধতিতে টেস্ট পরীক্ষায় ফেল (Failed in Test Examination) করেছেন, তাদের ভবিষ্যত কী হবে? এই নতুন সিদ্ধান্তের ফলে সেই ধোঁয়াশার অনেকটাই নিরসন হলো। এখন পরীক্ষার্থীরা নতুন সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।