নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক। শনিবার আগ্রায় (Agra) চারটি দোকান ধসে পড়ে (Shops Collapse) ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন সাতজন। তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি ২ জনকে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন দুজন।
পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের সিকান্দ্রা এলাকার আবাস বিকাশ কলোনিতে এই ধসের ঘটনা ঘটে। চারটি দোকানে সংস্কারের কাজ চলছিল, যা আবাসন উন্নয়ন (আবাস বিকাশ) বিভাগ দ্বারা নির্মিত এবং স্থানীয় বাসিন্দাদের দখলে রয়েছে। পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ধ্বস নামার প্পরেই এলাকাজুড়ে প্রচুর ভিড় জমে যায়। পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দলের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে নামে। জেসিবি এবং অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধসের পর মোট সাতজন আটকা পড়েছিলেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। ধসে আহত হয়েছেন দুইজন পথচারীও। পরপর দোকানগুলি ভেঙে পড়ার পরেই গোটা এলাকা ধুলোতে ঢেকে যায়। ছুটে আসেন আশেপাশের মানুষরা।
আরও পড়ুনঃ Rajarhat: পঞ্চায়েত সদস্যের প্রকাশ্যে ‘দাদাগিরি’র ভিডিও ভাইরাল
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। কিভাবে দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফে। দোকান বাড়ি (Shops Collapse) ভেঙে পরার পরেই এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয়রা জানিয়েছেন কিছু বুঝে ওঠার আগেই উত্তরপ্রদেশের সিকান্দ্রা এলাকার আবাস বিকাশ কলোনিতে এই ধসের ঘটনা ঘটে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr