নিউজ পোল ব্যুরো: রাজ্যে বেড়েই চলেছে একের পর এক দুর্ঘটনা! এরই মাঝে শুক্রবার (Friday) মধ্যরাতে শহরের ব্যস্ততম রাস্তায় চিংড়িঘাটা (Chingrighata) উড়ালপুলের আশপাশের বাসিন্দারা বিকট শব্দ শুনে দিগ্বিদিক ছুটে আসেন। এসে তারা দেখতে পান, উড়ালপুলের (Maa Flyover) হাইট বারটি (Height bar) ভেঙে পড়ে রয়েছে। এই ঘটনা ঘটার পর তীব্র যানজট সৃষ্টি হয় চিংড়িঘাটা (Chingrighata) থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Saltlake Sector V) যাওয়ার রাস্তায়। বাসিন্দারা জানিয়েছেন, মাঝেমধ্যে এমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে এবং এবার সেটি বাস্তবে পরিণত হয়েছে।
আরও পড়ুন: Saltlake Accident: আইটি কর্মীর মর্মান্তিক মৃত্যু
চিংড়িঘাটা (Chingrighata) এলাকার পুলিশ (Police) প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ (CCTV Footage) পরীক্ষা করছে, যাতে বিষয়টির প্রকৃত কারণ জানা যায় এবং পরবর্তী সময়ে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। পুলিশ (Police) সূত্রে খবর, যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে স্থানীয়রা অত্যন্ত আতঙ্কিত কারণ তারা অভিযোগ করেছেন, এই হাইট বারগুলি (Hight Bar) প্রায়ই ভেঙে পড়ার আতঙ্ক নিয়েই ওখানে থাকছেন। তাদের মধ্যে অনেকেই ভেবেছেন, যদি এটি আরও বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি করত, তাহলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।

উল্লেখ্য, চিংড়িঘাটা উড়ালপুল (Maa Flyover) শহরের এক গুরুত্বপূর্ণ যান চলাচলের পথ। যা দৈনন্দিন যাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পথ। এই ধরনের দুর্ঘটনা যান চলাচলে সমস্যা সৃষ্টি ছাড়াও জনগণের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। পুলিশের তরফে বিষয়টির দ্রুত সমাধান করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
স্থানীয় বাসিন্দারা এই ধরনের দুর্ঘটনা থেকে মুক্তির জন্য প্রশাসনের কাছে একাধিক বার দাবি জানিয়েছে। তারা বলছেন, উড়ালপুলের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা উচিত, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেয়।