Indian Railway: দেশের এই ট্রেনগুলো গতিতে টেক্কা দেবে আকাশকেও!

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতীয় রেলওয়ে (Indian Railway) বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্কগুলির (Rail Network) মধ্যে একটি। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলওয়ের (Indian Railway) মাধ্যমে যাতায়াত করেন এবং ১৩ হাজারেরও বেশি ট্রেন চালানো হয়। রেলওয়ের (Indian Railway) আয়ের একটি বড় অংশ সরকারের রাজস্বের মধ্যে আসে, যা দেশের অর্থনীতির (Economy) অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে। ভারতীয় রেলওয়ে (Indian Railway) এমন একটি ব্যবস্থা যেখানে যাত্রীদের জন্য দ্রুতগামী এবং জনপ্রিয় ট্রেনের সংখ্যা প্রচুর।

আরও পড়ুন: Suvendu Adhikari: “শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেব”

বন্দে ভারত এক্সপ্রেস: প্রথম স্থানে রয়েছে “বন্দে ভারত এক্সপ্রেস” (Vande Bharat Express)। বর্তমানে গতি বা স্পিডের দিক থেকে এটি সেমি হাইস্পিড ট্রেন (Semi High Speed Train) এবং ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতি পৌঁছাতে সক্ষম। তবে, এই গতি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রুটে পাওয়া যায়।

গতিমান এক্সপ্রেস: দ্বিতীয় স্থানটি দখল করেছে “গতিমান এক্সপ্রেস” (Gatiman Express), যা ২০১৬ সালে চালু হয়। এটি ছিল ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন (Semi High Speed Train), এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এই ট্রেনে অত্যাধুনিক সুবিধা যেমন বায়ো-টয়লেট, হস্টেস পরিষেবা এবং গরম খাবারও রয়েছে।

শতাব্দী এক্সপ্রেস: তৃতীয় স্থানে রয়েছে “শতাব্দী এক্সপ্রেস” (Satabdi Express), যা ১৯৮৮ সালে চালু হয়েছিল। যদিও এটি কিছুটা পুরোনো, কিন্তু এর গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার এবং এখনও বেশ জনপ্রিয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজধানী এক্সপ্রেস: চতুর্থ স্থানে “রাজধানী এক্সপ্রেস” (Rajdhani Express) রয়েছে, যা দিল্লি থেকে মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরকে সংযুক্ত করে। এর গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। পঞ্চম স্থানটি দখল করেছে।

দুরন্ত এক্সপ্রেস: “দুরন্ত এক্সপ্রেস” (Duranta Express), যেটি নন-স্টপ ট্রেন হিসেবে পরিচিত এবং এর গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

তেজাস এক্সপ্রেস: অন্যদিকে, “তেজাস এক্সপ্রেস” (Tejas Express) ভারতের প্রথম সেমি-প্রাইভেট ট্রেন, যা আধুনিক প্রযুক্তি এবং ভাল ক্য়াটারিং পরিষেবা সরবরাহ করে। এরও সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস: ভারতের অন্যতম সেরা এবং জনপ্রিয় ট্রেনগুলোর (Howrah-New Delhi Rajdhani Express) মধ্যে একটি। এই ট্রেনটি যাত্রীদের মধ্যে ব্যাপক চাহিদা উপভোগ করে, বিশেষত দীর্ঘ দূরত্বের যাতায়াতের জন্য। এর গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দ্রুত এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করে।

হামসফর এক্সপ্রেস: “হামসফর এক্সপ্রেস” (Humsafar Express) যথাক্রমে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে চলাচল করে এবং এটি সম্পূর্ণ এয়ার কন্ডিশনড ট্রেন।

এই ট্রেনগুলির মধ্যে সবথেকে দ্রুত এবং আধুনিক সুবিধার ট্রেনগুলো যাত্রীদের জন্য এক একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করে।