নিউজ পোল ব্যুরো : ভবানীপুর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র। সেখানে রবিবার রাম নবমীর (Ram Navami) দিন স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বকে একটি বড়সড় মিছিল আয়োজন করতে নির্দেশ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই নির্দেশ পেতেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কলকাতা পুরসভার ৭০ এবং ৭২ নম্বর ওয়ার্ডজুড়ে একটি বড়সড় মিছিলের পরিকল্পনা করেছে বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ Rajarhat Shoot Out : গুলি কাণ্ডে শনিবারও থমথমে নারায়ণপুর, ধৃতদের তোলা হচ্ছে আদালতে
এই মুহূর্তে প্রশ্ন একটাই। মুখ্যমন্ত্রীর ভবানীপুরে রাম নবমীর মিছিলে কি দেখা যাবে শুভেন্দুকে (Suvendu Adhikari)? সূত্রের খবর, রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতার সপ্তাহভর ঠাসা কর্মসূচি। যা শুরু হচ্ছে শনিবার। রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের ময়দান থেকে নিজের রাম নবমীর কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। এরপর আগামী এক সপ্তাহ ধরে রাম নবমী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে তাঁর। তবে রবিবার ভবানীপুরের মিছিলে সশরীরে সম্ভবত উপস্থিত থাকবেন না তিনি। এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে।

রাম নবমীর দিন এক কথায় শুভেন্দুর ঠাসা কর্মসূচি। এদিন নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি কর্মসূচি রয়েছে শুভেন্দুর। এরপর বিকালে এন্টালির রামলীলা ময়দানে একটি ধর্মীয় মিছিলে অংশ নিতে কলকাতায় আসবেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিজেপির এক নেতা জানিয়েছেন, এই মিছিল থেকেই ভবানীপুরের দিকে নজর থাকবে তাঁর।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাম নবমী উপলক্ষ্যে তাঁর পূর্ণাঙ্গ কর্মসূচি যেন আগেভাগেই প্রকাশ না করা হয়। আসলে রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই রাম নবমী উপলক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দুকে। ফলতঃ অনেক আমন্ত্রণেই সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না তাঁর। তবে খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের সঙ্গে যে আর কোনও জায়গার তুলনাই চলে না তা বলাই বাহুল্য। সেকারণেই রাম নবমীর দিন ভবানীপুরে বড় মিছিলের নির্দেশ দিয়েছেন শুভেন্দু। যে মিছিলে শুভেন্দু থাকবেন কি না তা জানা না গেলেও তিনি আগামী ৭ দিনে একবার অন্তত তিনি ভবানীপুরে আসবেন মনে করা হচ্ছে এমনটাই।