Travel Destinations: দার্জিলিং-গ্যাংটক ভুলে যান! কাঞ্চনজঙ্ঘার আসল রূপ দেখতে হলে এখানে আসুন

ভ্রমণ

রাইমা রায়: গ্রীষ্মের ছুটি (summer vacation) পড়তে আর কয়েকটা দিন বাকি। আর এর মাঝেই বহু মানুষ ইতিমধ্যেই ছুটির দিনগুলোর প্ল্যান করতে শুরু করে দিয়েছেন (Travel Destinations)। সন্তানদের স্কুল ছুটি, কর্মব্যস্ত জীবনে খানিকটা বিশ্রাম, আর শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার সুযোগ—সব মিলিয়ে গরমের ছুটি মানেই ছোটো-বড় সবাইয়ের কাছে এক রকমের উৎসব। তবে প্রতিবারই যদি গরমের ছুটি কাটানোর গন্তব্য হয় দার্জিলিং (Darjeeling) বা গ্যাংটক (Gangtok), তাহলে ঘুরতে যাওয়ার আনন্দে কিছুটা একঘেয়েমি চলে আসে। তাই চলুন, এবার একটু অন্য পথে হাঁটা যাক। কম ভিড়ে, কম খরচে (budget travel), অথচ অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কয়েকটি অচেনা পাহাড়ি গ্রাম আপনি ঘুরে আসতে পারেন। কাঞ্চনজঙ্ঘার (Kangchenjunga) অপরূপ দৃশ্য, ঠান্ডা হাওয়া, সবুজ বন আর শান্ত পরিবেশ—সব কিছু মিলিয়ে গরমের ছুটি কাটানোর জন্য আদর্শ হবে এই জায়গাগুলি। আজ রইল এমনই তিনটি অনবিষ্কৃত রত্নের কথা।

আরও পড়ুন:- Offbeat Hill Stations in India: এই গ্রীষ্মে আবিষ্কার করুন ভারতের কিছু গোপন ‘হিল স্টেশন!’

১. পানবুদারা (Panbuddara)

কাঞ্চনজঙ্ঘার কোলে এক শান্ত গ্রামযারা হিমালয়ের চূড়ার দিকে তাকিয়ে ভাবেন, “ইস, একবার যদি কাছ থেকে দেখতে পারতাম!”, তাদের জন্য পানবুদারা স্বপ্নের থেকেও সুন্দর। এই ছোট্ট পাহাড়ি গ্রামটি এমনভাবে অবস্থিত, যেখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার পুরো ১৮০ ডিগ্রি ভিউ (panoramic mountain view) পাওয়া যায়। সকাল হতেই রোদে ঝলমলে পর্বতশৃঙ্গ, আর সন্ধে নামলেই পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট গ্রামের আলো জ্বলে ওঠে—এই দৃশ্য যে কাউকে মোহিত করবে। পানবুদারার আশেপাশেই রয়েছে আরও কিছু অসাধারণ জায়গা—চারখোল (Charkhole), দূরপিনদারা (Durpin Dara), এবং ঝান্ডিদারা (Jhandi Dara)। হাতে যদি কিছুটা বাড়তি সময় থাকে, তবে এগুলিও একসঙ্গে দেখে নেওয়া যেতে পারে। পরিবার নিয়ে নিরিবিলিতে কিছু দিন কাটানোর জন্য এটি একদম পারফেক্ট স্পট (offbeat hill station)।

২. রাবংলা (Ravangla)

মেঘ, চা-বাগান আর বৌদ্ধমূর্তির শহরদক্ষিণ সিকিমে (South Sikkim) অবস্থিত এই পাহাড়ি শহরটি বহু পর্যটকের কাছে নতুন নয়, তবে এখনও অনেকের তালিকায় জায়গা করে নিতে পারেনি। রাবংলা সেই জায়গা যেখানে রোদের সাথে লুকোচুরি খেলে বৃষ্টি। শহরের চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে সবুজ চা-বাগান (tea garden), মনেস্ট্রি (Buddhist monastery), এবং বিশাল বুদ্ধমূর্তি—যা দেখে মন হারিয়ে যেতে বাধ্য। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও দেখা যায় পান্ডিম (Pandim), সিনিওলচু (Siniolchu) ও কাবর (Kabru)—এই চারটি হিমালয়ের বিশাল শৃঙ্গ। নীল আকাশ, পাখির ডাক, ঠান্ডা হাওয়া—সব মিলিয়ে এখানে কাটানো কয়েকটা দিন আপনাকে পুরোপুরি রিফ্রেশ করে তুলবে।

৩. সান্তক (Santok)

শান্ত প্রকৃতির কোলে অচেনা স্বর্গগরমে যদি সত্যিকারের নিরিবিলি কোনও জায়গায় যেতে চান, তাহলে সান্তক আপনার জন্য আদর্শ। খুব বেশি ব্যস্ততা নেই, পর্যটকদের ভিড় নেই—তবে রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য। দার্জিলিং বা গ্যাংটক থেকে ফেরার পথে অল্প সময় হাতে থাকলেও সান্তকে ঢুঁ মেরে আসা যায়। রেয়িং (Rheyin) এবং পায়ুং (Payung) নদীর মাঝখানে গড়ে ওঠা এই গ্রামটি প্রকৃতিপ্রেমীদের কাছে এক লুকনো রত্ন। এখানকার পাইনের (Travel Destinations) ঘন জঙ্গল, কাঞ্চনজঙ্ঘার ঝলকানি এবং পাখির ডাক যেন এক অন্য জগতে নিয়ে যায়। সান্তক ২-৪ দিনের ছুটির জন্য একেবারে উপযুক্ত। যারা শহরের জীবন থেকে সম্পূর্ণভাবে দূরে গিয়ে খানিক শান্তি খুঁজতে চান, তাঁদের জন্য এটা একেবারে পারফেক্ট ডেস্টিনেশন (perfect summer getaway)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই গ্রীষ্মে (summer travel) যদি ভিড়-ভাট্টা এড়িয়ে পাহাড়ের কোলে কয়েকটা নিরিবিলি দিন কাটানোর পরিকল্পনা থাকে, তাহলে পানবুদারা, রাবংলা এবং সান্তকের মতো অচেনা জায়গাগুলি আপনার অপেক্ষায় রয়েছে। ট্যুরিস্ট স্পট নয়, বরং প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এমন গ্রামগুলি সত্যিকারের মানসিক (Travel Destinations) শান্তি এনে দিতে পারে। এবার ছুটির তালিকা নতুনভাবে সাজান আর বেরিয়ে পড়ুন নতুন ঠিকানার খোঁজে।