নিউজ পোল ব্যুরো: সপ্তাহান্তে ট্রেন বাতিল (Train Cancellation) শিয়ালদা বিভাগে (Sealdah Division)। রেলের কাজের কারণে কিছু ট্রেন আবারও বাতিল (Train Cancellation) করা হয়েছে শিয়ালদা বিভাগে (Sealdah Division)। আগামী সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancellation) থাকবে এবং বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেনের (Express Train) সময়সূচি ও গতিপথে পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন: Fountain Pen: ডিজিটাল যুগেও অমলিন! ফাউন্টেন পেনের ঐতিহ্য উদযাপন
শিয়ালদা রেল (Sealdah Train) কর্তৃপক্ষ জানিয়েছে যে, রেল স্টেশন এবং ট্র্যাকের নিয়মিত মেরামতের জন্য শনিবার ৫ এপ্রিল রাত ১১:৪০ থেকে রবিবার, ৬ এপ্রিল ভোর ৬:৪০ পর্যন্ত সাত ঘণ্টার পাওয়ার ব্লক থাকবে। এই সময়কালে ওই রুটে ট্রেন (Train) চলাচল কিছুটা সীমিত থাকবে। বিশেষভাবে, দমদম জংশনে ক্যালকাটা কর্ড লিংক লাইনের (CCR) ট্রাফিক ব্লক থাকবে।
৫ এপ্রিল (শনিবার) বাতিল হওয়া (Train Cancellation) ট্রেনগুলোর (Train) তালিকা:
শিয়ালদা-ডানকুনি আপ (৩২২৪৯) / ডাউন (৩২২৫২)
৬ এপ্রিল (রবিবার) বাতিল হওয়া ট্রেনগুলোর তালিকা:
- শিয়ালদা-বনগাঁ আপ (৩৩৮১৩) / ডাউন (৩৩৮২২)
- শিয়ালদা-হাবরা আপ (৩৩৬৫১) / ডাউন (৩৩৬৫২)
- শিয়ালদা-ডানকুনি আপ (৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭) / ডাউন (৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮)
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এছাড়াও, আগামী ১১ এপ্রিল (রবিবার) যেসব লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তিত হয়েছে:
- ২২২০২ পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ৫ এপ্রিল (শনিবার) ৩ ঘণ্টা দেরিতে চলবে এবং রাত ৭:২৫-এর পরিবর্তে রাত ১০:২৫-এ ছাড়বে।
ঘুরপথে যাত্রা করবে যেসব ট্রেন:
- ১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, যাত্রা শুরু করবে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে যা সাধারণত ডানকুনি-দমদম এবং বেলঘরিয়া হয়ে চলে।
- ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, যাত্রা শুরু করবে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে, ডানকুনি-দমদম জংশন হয়ে চলে।
- ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, যাত্রা শুরু করবে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে, ডানকুনি ও দমদম জংশন হয়ে চলে।