Fire Incident: থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: রামনবমীর আগের দিনে মর্মান্তিক ঘটনা। থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire Incident) মৃত্যু হল ২ জনের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ (Police) ও দমকল কর্মীরা।

ঘটনাটি ঘটেছে হাওড়ার (howrah) আলমপুর মোড়ের কাছে একটি থার্মোকল কারখানায়। খবর পেয়েই দমকলের ছটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে। থার্মোকল কারখানায় হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এদিন দুপুর দুপুর তিনটের পর কারখানার ভিতরে আগুন দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহীনীকে। এই আগুন লাগার জেরেই কারখানার কর্মীরা বাইরে বেড়িয়ে আসতে থাকেন। কিন্তু দুর্ঘটনাবশত কারখানারই এক কর্মী আকাশ হাজরার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ Ram Navami: শোভাযাত্রার বিশৃঙ্খলা রুখতে পুলিশের নজরদারি

 থার্মোকলের কারখানা বলেই আগুন (Fire Incident) অতি দ্রুত ছড়িয়ে পরে বলে অনুমান পুলিশের। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে আগুনের গ্রাসে সব ভস্মীভূত হয়ে যায়। কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। আতঙ্ক ছড়িয়ে পরে এলাকা জুড়ে। পুলিশ গিয়ে ভিতর থেকে একজনের দেহ উদ্ধার করে। শ্রমিকের ঝলসে মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ ও দমকলকর্মীরা বিকেল সাড়ে পাঁচটার আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলটা খুঁজে বের করা হবে বলেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তদন্ত চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT