নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি। (SSC recruitment scam)। এই রায়ের জেরে চরম দুশ্চিন্তায় পড়েছে রাজ্যের সরকার পোষিত স্কুলগুলি (State-aided Schools of West Bengal)। চাকরি হারানো শিক্ষকদের মধ্যে কেউ স্কুলে যাচ্ছেন, কেউ আবার মানসিক চাপে স্কুল থেকে দূরে থাকছেন – ফলে গোটা শিক্ষা ব্যবস্থার উপর তৈরি হয়েছে এক ধোঁয়াশার পরিবেশ। প্রসঙ্গত, এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল (SSC Recommendation Process) অনুসরণ করে – যেখানে প্রথমে SSC (School Service Commission) সুপারিশ করে, এরপর মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) নিয়োগপত্র ইস্যু করে এবং ডিআই-এর মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলে তা পৌঁছে দেওয়া হয়। এর আগে ২০২৩ সালে হাইকোর্ট একই প্রক্রিয়ার ভিত্তিতে ৬১৮ জনের নিয়োগ বাতিল করেছিল। এবারে সেই ঘটনার ব্যাপ্তি অনেক বড়। কিন্তু এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা (Matching Order) আসেনি শিক্ষা দফতরের পক্ষ থেকে।
আরও পড়ুন:- SSC Case: শিক্ষক নেই, শিক্ষা নেই! ভবিষ্যৎ প্রশ্নের মুখে
এই পরিস্থিতিতে (SSC recruitment scam) শিক্ষকরা স্কুলে যাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেকেই বলছেন, সরকারি কোনও লিখিত নির্দেশ না আসা পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। একদিকে যেমন দক্ষিণেশ্বর ভারতী ভবন গার্লস হাইস্কুলের রসায়ন শিক্ষিকা অদিতি বসু জানিয়েছেন, “মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছি। সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেব,” ঠিক তেমনই নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া জানাচ্ছেন, “রায়ের পরই শিক্ষকরা জানিয়েছেন, তারা স্কুলে আর আসবেন না। এমনকি তারা সইও করেননি, গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন।” শুধু তাই নয়, যারা উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন, তারাও মাঝপথে খাতা জমা দিয়ে দিয়েছেন – অর্ধেক দেখা খাতা থেকে গেছে অসম্পূর্ণ।
তবে এই চরম দোলাচলের মধ্যেও কিছু স্কুলে শিক্ষকরা স্বাভাবিকভাবে হাজির হয়েছেন। যেমন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানাচ্ছেন, “সরকারি কোনও নির্দেশিকা এখনও আসেনি, তাই আমি শিক্ষককে আসার বিষয়ে কিছু বলিনি। তবে তিনি আজ এসেছেন এবং পরীক্ষার দায়িত্ব পালন করেছেন।” অন্যদিকে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা জানাচ্ছেন, “আমরা কোর্টের অর্ডার দেখেছি, কিন্তু সরকারি কোনও বিজ্ঞপ্তি হাতে আসেনি। সেই বিজ্ঞপ্তি এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি (SSC recruitment scam) নিয়ে শুক্রবার বিকাশ ভবনে বলেন, “শিক্ষকরা স্কুলে যাচ্ছেন না – এই তথ্য একেবারে ঠিক নয়। মুখ্যমন্ত্রী গতকাল যে বার্তা দিয়েছেন, তাতে পরিষ্কার বলা হয়েছে কী করণীয়, কী নয়। যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের বলব মুখ্যমন্ত্রীর মানবিক বার্তার উপর ভরসা রাখতে।” তবে শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেও (Legal Clarification, Teacher Suspension, WB Govt Response) স্কুলে না যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেক জায়গায়। শিক্ষামন্ত্রী অবশ্য এটাও জানান যে, যদি কোনও লিগাল বা টেকনিক্যাল ক্ল্যারিফিকেশন প্রয়োজন হয়, সেটা SSC সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে চেয়ে নেবে।