Arjun Singh : রাম নবমীর মিছিল থেকে মমতাকে ‘দাঙ্গাবাজ’ আখ্যা অর্জুনের

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যজুড়ে দিকে দিকে হচ্ছে রামনবমীর (Ram Navami) মিছিল। যোগ দিচ্ছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতা থেকে শুরু করে দলের সমস্ত স্তরের কর্মীরা। রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় আড়াইশো মিছিল বেরনোর কথা রয়েছে। সুষ্ঠুভাবে রামনবমী পালন করতে রাজ্যজুড়ে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। সকাল থেকেই শুরু হয়েছে মিছিল। নিউটাউন রাম মন্দির থেকে দমদম হনুমান মন্দির বাদ নেই কোনও জায়গা। অংশ নেন অর্জুন সিং, অর্চনা মজুমদার, শমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়রা। নিউটাউন (New Town) রাম মন্দির (Ram Mandir) থেকে স্কুটি চালিয়ে শোভাযাত্রা অংশ নেয় অভিনেত্রী লকেট চ্যাটার্জী। অন্যদিকে নিউটাউনে রামনবমীর মিছিলে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়কে দাঙ্গাবাজ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)।

অর্জুন সিং বলেছেন, “মুখ্যমন্ত্রীর লজ্জা হয় না নিজে একজন হিন্দু হয় সনাতনী হিন্দুদের দাঙ্গাবাজ বলছেন। লক্ষ লক্ষ সনাতনীরা রাস্তায় নেছেন। মুখ্যমন্ত্রী দাঙ্গা দাঙ্গা করে দাঙ্গা লাগাতে পারবেন না। সনাতনীরা রয়েছে তাঁরা এটা হতে দেবে না।” ভগবান রামের জন্মদিন পালনের জন্যও আদালত থেকে অনুমতি নিতে হয় বলে রাজ্য সরকারকে তোপ দেগেছেন ব্যরাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। এর পরেই তিনি মিছিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, “অনুমতি নেওয়ার কোনও দরকার নেই, এই ধর্ম শুধু দেশের ধর্ম নয় পুরো দুনিয়ার ধর্ম। দুনিয়ার সবথেকে পুরানো ধর্ম। লোক আগে সনাতন হিসেব জন্মগ্রহণ করে তারপর সে খ্রিষ্টান, মুসলিম হয়। সনাতনের জন্য অনুমতি নেওয়ার কোনও দরকার নেই। সনাতন নিজেই একটি অনুমতি।”

আরও পড়ুনঃ Ram Navami: রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদী-মমতা-রাহুল

রামনবমী উপলক্ষে রবিবার ছুটির দিন হলেও রাজ্যের মূল প্রশাসনিক ভবন খোলা থাকছে । পুলিশকর্তারা নবান্নে বসে নজরদারি চালাবেন । তবে শুধু অর্জুন সিং (Arjun Singh) বা কলকাতার নেতারাই নন রাজ্যজুড়েই বিজেপি রামনবমীর মিছিল করছে।  

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT