BJP: বিজেপি কর্মীকে প্রকাশ্য গুলি, নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র?

অপরাধ জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাস্তায় এক বিজেপি (BJP) কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোয় আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটায় (Gaighata) বড়া কৃষ্ণনগর (Boro Krishnanagar) এলাকায় ঘটনা । গুরুতর আহত ওই ব্যক্তির নাম আশুতোষ বালা (Ashutosh Bala)। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বারাসত মেডিক্যাল কলেজ (Barasat Medical College) হয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: Ram Navami 2025: ধর্ম বনাম রাজনীতি! কোন দিকে ঝুঁকছে বঙ্গ?

সূত্রের খবর অনুযায়ী, আশুতোষ বালার বুকে গুলি লেগেছে। ঘটনায় অভিযুক্ত তপন বালাকে (Tapan Bala) গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ (Gaighata Police Station)। তপনের বিরুদ্ধে এরইমধ্যেই খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা স্ত্রীকে ট্রেনে তুলে ঠাকুরনগর স্টেশন (Thakurnagar Station) থেকে বাড়ি ফিরছিলেন আশুতোষ। পথেই বড়া বকুলতলা মোড় এলাকায় আচমকা তার উপর গুলি চালায় অভিযুক্ত তপন। অভিযোগ, কোনও কথাবার্তা ছাড়াই খুব কাছ থেকে গুলি ছোড়ে সে। আচমকা গুলির আওয়াজে চমকে ওঠে এলাকা। আশুতোষ রক্তাক্ত অবস্থায় চিৎকার করে ওঠেন। তাঁর আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আশুতোষ বিজেপি-র (BJP) সক্রিয় কর্মী ছিলেন। এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল। রাজনৈতিক পরিচিতি ছাড়াও ব্যবসায়িক প্রতিপত্তি নিয়েও দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল তপনের সঙ্গে। আশুতোষ ও তপন দু’জনেই ফুলের ব্যবসার (Flower Business) সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিবাদ (Business Dispute) চলছিল বলে অনুমান। সেই শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করছে তদন্তকারী অফিসাররা। স্থানীয় বাসিন্দারে জানান, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা স্ত্রীকে ট্রেনে তুলে ঠাকুরনগর স্টেশন (Thakurnagar Station) থেকে বাড়ি ফিরছিলেন আশুতোষ। পথেই বড়া বকুলতলা মোড় এলাকায় আচমকা তার উপর গুলি চালায় অভিযুক্ত তপন। কোনও কথাবার্তা ছাড়াই খুব কাছ থেকে গুলি ছোড়ে সে। আচমকা গুলির আওয়াজে চমকে ওঠে এলাকা। আশুতোষ রক্তাক্ত অবস্থায় চিৎকার করে ওঠেন। তাঁর আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আশুতোষ ও তপন দু’জনেই ফুলের ব্যবসার (Flower Business) সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিবাদ (Business Dispute) চলছিল বলে অনুমান। সেই শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করছে তদন্তকারী অফিসাররা। পুলিশ জানিয়েছে, ধৃত তপনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র কোথা থেকে এল, কার সঙ্গে যোগাযোগ ছিল—সব দিক খতিয়ে দেখা হবে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এলাকাজুড়ে টহল বাড়িয়েছে গাইঘাটা থানার পুলিশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। বিজেপি (BJP) কর্মীর উপর হামলা নিয়ে মুখ খুলেছেন দলের স্থানীয় নেতারাও। তাদের দাবি, এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে।