Dilip Ghosh: জয় শ্রী রাম শুনে বুক কাঁপলে ঘরে থাকুন: দিলীপ

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতির (Bengal Politics) উত্তাল আবহে ফের শিরোনামে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রামনবমীর (Ram Navami 2025) সকালে মেদিনীপুর সদর ব্লকের রাস্তায় বাইক নিয়ে মিছিল করে রাজনৈতিক মহলের নজর কাড়লেন তিনি। মাথায় গেরুয়া পাগড়ি, চোখে কালো সানগ্লাস, বুলেট বাইকে বসে গেরুয়া আবহ তৈরি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এই রামনবমী উপলক্ষেই দিলেন‌ এক চরম হুঁশিয়ারি। এ যেন অনেকটাই তার ‘ঝাঁঝালো প্রত্যাবর্তন’-এর (Political Comeback) বার্তা।

আরও পড়ুন:- Ram Mandir- Nandigram: অযোধ্যার মতো এবার বাংলায় রাম মন্দির

রবিবার ভোরেই গোপনন্দিনী মন্দিরে পুজো দিয়ে (Ram Navami Puja) বাইকে চেপে মিছিল শুরু করেন দিলীপ (Dilip Ghosh)। বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পৌঁছায় ধেড়ুয়া বাজারে। দিলীপ ঘোষের ঘরের মাঠ মেদিনীপুরে এই শোভাযাত্রা নিঃসন্দেহে এক রাজনৈতিক বার্তা। বিশেষ করে ২০২৩ সালে খড়্গপুরে (Kharagpur Rally 2023) হাতে গদা নিয়ে রামনবমীর মিছিলে নেতৃত্ব দেওয়ার পর ২০২৪-এর লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে তুলনামূলক শান্ত ছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনের (Assembly Elections Bengal 2026) ঠিক এক বছর আগে আবার নিজের শক্ত ঘাঁটিতে সক্রিয় হয়ে উঠলেন তিনি। কিন্তু শুধু বাইক মিছিল নয়, দিলীপ ঘোষ চমকে দিলেন তাঁর কটাক্ষপূর্ণ ভাষাতেও। মর্নিং ওয়াকের সময়েই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা জয় শ্রীরাম (Jai Shri Ram) শুনলে ভয় পান, বুক কাঁপে, তাঁদের আজ রাস্তায় না বেরোনোই ভাল। হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে।” তাঁর মতে, “সারা সমাজ আজ ‘জয় শ্রীরাম’ বলছে। প্রতি বছর তা বাড়ছে। আর এই সবই রামের ইচ্ছেতেই হচ্ছে। হবেও।” তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীরা একে ‘উস্কানিমূলক’ ভাষণ বলে দাবি করলেও বিজেপি সমর্থকেরা বলছেন, এটা ‘হিন্দুত্বের স্পষ্ট বার্তা’ (Hindutva Politics)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বঙ্গ রাজনীতিতে বেশ কিছুদিন ততটাও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। কিন্তু ইদানিং আবার স্বমহিমায় তিনি। দলের মধ্যে ও বাইরে নানা প্রশ্ন উঠছে। এ কি তার প্রত্যাবর্তনের সূচনা? নাকি দলের ভিতরকার অস্থিরতার জেরে তিনি নিজের হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন? বিজেপির একাংশ বলছে, রামনবমীর মতো ইস্যুতে জনসংযোগ ও মিছিলে অংশগ্রহণ করে দিলীপ ঘোষ বার্তা দিচ্ছেন যে তিনি এখনও রাজনীতির ময়দানে প্রাসঙ্গিক। বিশেষ করে মেদিনীপুরের মতো নিজের শক্ত ঘাঁটিতে শক্তি প্রদর্শনের মাধ্যমে তিনি দলকে মনে করিয়ে দিতে চাচ্ছেন, যে তিনি এখনও হারিয়ে যাননি।