CPIM General Secretary: সীতারাম ইয়েচুরির পর কে? মিলল উত্তর

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: সীতারামে ইয়েচুরির (Sitaram Yechury) পর সাধারণ সম্পাদকের দায়িত্ব যাবে কার হাতে এই জল্পনা ছিল বহুদিনে। মাদুরাইয়ে ২৪ তম পার্টি কংগ্রেসে মিলল সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর।
রবিবার CPIM-এর ২৪তম পার্টি কংগ্রেসে কেরলের প্রাক্তন মন্ত্রী (Kerala leader) এম এ বেবিকে( M A Baby) সাধারণ সম্পাদক (CPIM General Secretary) নির্বাচিত করা হয়েছে। বাংলার বাম নেতা মহম্মদ সেলিমের ভাগ্যে ছিঁড়ল না শিকে এমনটাই বলছে রাজনৈতিক মহল।

দলের নেতাদের একটি অংশ এই পদের জন্য অল ইন্ডিয়া কিষাণ সভার (AIKS) সভাপতি অশোক ধাওয়ালেকে সমর্থন করেছিলেন। তবে শেষ পর্যন্ত এম এ বেবিকে বেছে নেওয়া হয়েছে। কেরলের শিক্ষামন্ত্রী হিসাবে ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কাজ করেছেন তিনি। তাঁর পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি। ১৬ জন পলিটব্যুরোর মধ্যে ১১ জনের সমর্থন পেয়ে সিপিআইএমের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন। সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসাবে দলের রাশ থাকবে এবার তাঁর হাতেই। সূত্রের খবর সাধারণ সম্পাদক নির্বাচনে মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রামচন্দ্র ডোম, বেবির বিরুদ্ধে ভোট দিয়েছেন। ২০২৪ সালে সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর দলের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়ে যায়, যার পরে প্রকাশ কারাত অন্তর্বর্তীকালীন সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেন। CPIM-এর ২৪তম পার্টি কংগ্রেস ২ এপ্রিল শুরু হয়েছিল এবং আজ রবিবার শেষ হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, পলিটব্যুরোতে বাংলা থেকে শ্রীদীপ ভট্টাচার্য, রাজস্থানের সাংসদ আমরা রাম, তামিলনাড়ুর ইউ বাসুকি, মরিয়ম ধাওলেরা পলিটব্যুরোতে জায়গা পাচ্ছেন।

আরও পড়ুনঃ Ram Mandir Surya Tilak: অযোধ্যায় রামের মাথায় তিলক আঁকলেন সূর্যদেব

জেনে নিন প্রাক্তন মন্ত্রী এম এ বেবিকে( M A Baby)-এর পরিচয়…

১৯৫৪ সালে কেরলের প্রাক্কুলামে পিএম আলেকজান্ডার এবং লিলি আলেকজান্ডারের ঘরে জন্মগ্রহণ করেন কেরলের প্রাক্তন মন্ত্রী এম এ বেবিকে( M A Baby)। রাজনীতিতে প্রথম পরিচিতি পান যখন তিনি স্কুলজীবনে কেরল স্টুডেন্টস ফেডারেশনে যোগ দেন, যা ভারতের ছাত্র ফেডারেশনের পূর্বসূরী। তিনি ১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। বেবি ২০১২ সাল থেকে সিপিআই(এম)-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা পলিটব্যুরোর সদস্য। রাজনৈতিক মহল বলছে বামেদের ভরসা সেই কেরল। তাই নতুন সাধারণ সম্পাদক (CPIM General Secretary) নির্বাচিত করা হয়েছে কেরল থেকেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT