Ram Navami: রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদী-মমতা-রাহুল

breakingnews কলকাতা দেশ

নিউজ পোল ব্যুরো: ভগবান রামের জন্মদিন পালনে মেতেছে গোটা দেশ। রাজ্যজুড়েও পালিত হচ্ছে রামনবমী (Ram Navami)। এই বিশেষ দিনেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), লোকসভার বিরোধীদলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। একই সঙ্গে সুষ্ঠু ভাবে এই অনুষ্ঠান পালনের আবেদন করেছেন সকলকে।

প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ার লিখেছেন, “সকলকে রামনবমীর শুভেচ্ছা। আমাদের সকল পদক্ষেপে প্রভু রামের আশীর্বাদ সঙ্গে থাক।” অন্যদিকে এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতার রাহুল গান্ধী লিখেছেন, “সকলকে রামনবমীর শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক।”

আরও পড়ুনঃ Ram Navami 2025: কড়া নিরাপত্তার চাদরে বাংলা, তৎপর প্রশাসন

বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বার্তা দিয়ে লিখেছেন, “সকলকে রামনবমীর শুভেচ্ছা। সকলের কাছে আমার আবেদন, শান্তি, সম্প্রীতি এবং উন্নতির ধারা বজায় রাখুন। আমি চাই সবাই সাফল্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুক।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো আজ রবিবার রামনবমী উপলক্ষে দেশ সহ রাজ্য জুড়ে মিষ্টি বিতরণ করা হচ্ছে। শিলিগুড়িতে (Shiliguri) এবারের রামনবমী (Ram Navami) পালিত হতে চলেছে একেবারে অন্যরকম এক আয়োজনে (Siliguri- Ram Navami)। অভিনব এই উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন (Hardware Merchants Association)। জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার মতোই রামের জন্মতিথিও উদযাপন করতে চলেছে তারা — আর তারই অংশ হিসেবে শহর জুড়ে রামভক্তদের মধ্যে বিতরণ করা হবে লক্ষাধিক লাড্ডু (Laddoo Distribution)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT