নিউজ পোল ব্যুরো: আজ রামনবমীর (Ram Navami) পবিত্র দিনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছে নন্দীগ্ৰামের সোনাচূড়া (Sonachura, Nandigram)।বিশেষ শুভক্ষণে শুরু হচ্ছে রাম মন্দির (Ram Mandir-Nandigram) নির্মাণের প্রথম ধাপ। অনুষ্ঠিত হচ্ছে শিলান্যাস। সকাল থেকেই পূজার্চনা ও নামকীর্তনে মুখর হয়ে উঠেছে সোনাচূড়া। স্থানীয় ভক্তদের পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্তদের উপস্থিতিতে চলছে হোম-যজ্ঞ (Havan & Religious Rituals)। এরই মাঝে সাড়ে চার বিঘা জমির ওপর গড়ে ওঠা রামমন্দিরের আজ রবিবার হবে ভিত্তি প্রস্তর স্থাপন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ নিজেই এই শিলান্যাসে উপস্থিত থেকে মন্দিরের ভিত্তি স্থাপন করবেন। গত ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের বর্ষপূর্তিকে স্মরণ করে তিনি ঘোষণা করেছিলেন যে নন্দীগ্রামের সোনাচূড়ায় একটি রাম মন্দির নির্মাণ করা হবে। সেই ঘোষণার বাস্তবায়ন শুরু হতে চলেছে আজ, রামনবমীর দিনেই।
আরও পড়ুন:- Suvendu Adhikari : মমতার গড়ে রাম নবমীর বিরাট মিছিল বিজেপির! শুভেন্দু থাকছেন কি?

সকাল ১০টা নাগাদ শিলান্যাসের মূল অনুষ্ঠান শুরু হয়েছে (Ram Mandir-Nandigram)। তার আগে সকাল থেকেই ভাঙ্গাবেড়িয়া থেকে সোনাচূড়া পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (Ram Navami Procession) আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা, বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্য এবং রামভক্তরা। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, ধর্মীয় গুরুরা, ও বহু সাধারণ মানুষ। ইতিমধ্যে মূল মঞ্চে চলছে ধর্মীয় অনুষঙ্গ ও পূজার্চনা। অঞ্চলে এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে কোনো অশান্তি যাতে না ছড়ায়, তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা (Tight Security Arrangements) ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, “রামনবমী ও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী (State Police Deployment), সিভিক ভলেন্টিয়ার ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। একাধিক গাড়ি টহল দিচ্ছে গোটা এলাকা জুড়ে। আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি।” উল্লেখ্য, নন্দীগ্রাম রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল একটি অঞ্চল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য নন্দীগ্রাম (Ram Mandir-Nandigram) একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে জয়ী হয়েছিলেন। এই প্রেক্ষাপটে সোনাচূড়ায় রামমন্দির নির্মাণের পরিকল্পনা এবং তা রামনবমীর দিনে শুরু হওয়ার বিষয়টি বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করছে।