নিউজ পোল ব্যুরো: ভগবান রামের ( Lord Ram) জন্মদিন উপলক্ষ্যে সেজে উঠেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যা (Ayodhya )। জন্মতিথি রামনবমীতে (Ram Navami) সূর্যদেব অযোধ্যায় মন্দিরে থাকা বালক রামের মাথায় আঁকলেন তিলক। এদিন হাজার হাজার মানুষ ভগবান বিষ্ণুর সপ্তম অবতারের পূজা করার জন্য রাম মন্দিরে ভিড় জমান। দিনের সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে একটি হল সূর্য তিলক অনুষ্ঠান। প্রযুক্তির ভিত্তিতে দুপুর ১২টা নাগাদ রামলালার কপালে এসে পড়ে সূর্যরশ্নি (Ram Mandir Surya Tilak)। অয্যোধার রামমন্দির সহ উপস্থিত ভক্তরা প্রায় ৬মিনিট ধরে যেন ঐশ্বরিক দৃশ্যের স্বাক্ষী থেকেছেন।
ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা ডিজাইন করা, সূর্য তিলক অনুষ্ঠান বছরে একবার অনুষ্ঠিত হয়। এটি এমন একটি আধ্যাত্মিক অনুষ্ঠান যেখানে ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা ডিজাইন করা একটি বিশেষ আয়না এবং লেন্স-ভিত্তিক যন্ত্র ব্যবহার করা হয় যাতে সূর্যের আলো, তিলকের মতো, সরাসরি প্রতিমার কপালে পড়ে। রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (CBRI)-এর বিজ্ঞানীদের একটি দল সূর্য তিলক প্রক্রিয়াটি এমনভাবে ডিজাইন করেছেন যাতে প্রতি বছর রাম নবমীর দিন দুপুর ১২ টায় ভগবান রামের প্রতিমার কপালে প্রায় ছয় মিনিটের জন্য সূর্যের আলো পড়বে। রামমন্দিরে রয়েছে প্রতিফলিত আয়না এবং লেন্স। সেগুলিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সূর্যের পথ অনুসরণ করার সুপরিচিত নীতিগুলি ব্যবহার করে। এই প্রযুক্তি মন্দিরের তৃতীয় তলা থেকে সূর্যের রশ্মি গর্ভগৃহকে ভরিয়ে তোলে।রাম মন্দিরের নকশায় সহায়তাকারী সিবিআরআই বিজ্ঞানী ডঃ প্রদীপ চৌহান বলেন, “১০০ শতাংশ সূর্য তিলক রাম লালার মূর্তির কপালে অভিষেক করবে”।
আরও পড়ুনঃ Ram Navami: রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদী-মমতা-রাহুল
এই প্রসঙ্গে উল্লেখ্য এই প্রযুক্তি কিছু জৈন মন্দির এবং কোনারকের সূর্য মন্দিরে ইতিমধ্যেই বিদ্যমান, তবে সেগুলি ভিন্নভাবে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়টি (Ram Mandir Surya Tilak)দূরদর্শনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। রাম মন্দির ট্রাস্ট পরিচালিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি সরাসরি সম্প্রচার করা হয়। অযোধ্যা শহর জুড়ে স্থাপিত এলইডি স্ক্রিনে অনুষ্ঠানটি দেখানো হয়েছে সকলকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT