Ram Navami 2025: ধর্ম যার যার, উৎসব সবার! অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী শিলিগুড়ি

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: “মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান”। রামনবমীর (Ram Navami 2025) দিন এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী থাকল শিলিগুড়ি (Siliguri) শহর। রামনবমী (Ram Navami 2025) উপলক্ষে সকাল থেকেই শহরের প্রতিটি কোণায়, রাস্তা আর সড়কে ছিল মানুষের ভিড়। শিলিগুড়ি (Siliguri) শহর যেন রামনবমীর (Ram Navami 2025) উৎসবে রাঙানো। বিধান রোড, সেবক রোড, হিলকার্ড রোড—সব জায়গায় শোভাযাত্রার আনন্দধ্বনি, ফুলের পাপড়ি আর বাদ্যযন্ত্রের সুরে শহর গুঁজে উঠেছিল। তবে রামনবমীর এই উৎসব শুধু ধর্মীয় নয় বরং এক অনন্য মিলনের বার্তা পৌঁছানোর দিনও।

আরও পড়ুন: Siliguri-Ram Navami: রাম নবমীতে শিলিগুড়ির অনন্য প্রয়াস

শিলিগুড়ির (Siliguri) হিলকার্ড রোডের মসজিদের সামনে যখন রামনবমীর শোভাযাত্রাটি পৌছালো, তখন এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হলো শহরবাসী। রামনবমীর শোভাযাত্রা শুরুর আগেই, মুসলিম যুবকেরা ফুল ছিটিয়ে শোভাযাত্রার (Ram Navami Procession) সদস্যদের বরণ করে নিল। এই গরমে কেউ যেন ক্লান্তি বোধ না করে সেজন্য জল প্রদান করেন তারা। মুসলিম যুবকেরা হেসে-খেলে বলছিলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই এক, আমাদের এই শহরটা ভালোবাসার জায়গা।”

শোভাযাত্রায় (Ram Navami Procession) অংশগ্রহণকারীরা শুধু উৎসব উপভোগ করছিলেন না, তারা একে অপরকে শ্রদ্ধা, ভালবাসা আর ঐক্যের বার্তা দিচ্ছিলেন। মুসলিম যুবকদের এই সুন্দর উদ্যোগকে দেখে পুরো শহর তাদের প্রশংসায় পঞ্চমুখ। তারা জানালেন, “আমরা সবাই এক, আমরা একে অপরের সঙ্গী। এই আয়োজন শুধু রামনবমীকে কেন্দ্র করে নয়, বরং আমাদের সমাজের মধ্যে সহযোগিতা, ঐক্য এবং ভালবাসার চিত্র প্রকাশ করার একটি উপায়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এদিনের রামনবমী শুধু একটি ধর্মীয় উৎসবই ছিল না, বরং এটি আমাদের সমাজের ঐক্যবদ্ধতা, সহমর্মিতা আর পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠল। শিলিগুড়ির এই ঘটনা পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ুক—যাতে আমরা সবাই একসাথে আনন্দে থাকতে পারি। ধর্ম বা বিশ্বাস কোনো বাধা নয় এটাই আমরা মানি।

অন্যদিকে, মালদহেও রামনবমীর মিছিলে সম্প্রীতির ছবি ধরা পরলো।এদিন রামনবমীর মিছিল পোষ্ট অফিস মোড়ে আসতেই আটকোষীর আঞ্জুমারিয়া আকবরিয়া ইসলামিয়ার পক্ষ থেকে ফুল ছিটিয়ে বরন করে জল মিষ্টি বিতরন করেন।এমন ঘটনায় সম্প্রতির অন্যন্য নজির দেখা যায়। রামনবমী উদযাপন কমিটির তরফে ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী পল্লীশ্রী মাঠ থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল সুকান্তমোড় হয়ে ফুলবাড়ী হয়ে বিনয় সরকার রোড হরে পোষ্টফিস মোড় আসে।এরপর নেতাজি মোড়, পোস্ট অফিস মোড় থেকে গৌড় রোড। এরপর ইংরেজবাজার থানার সামনে দিয়ে রাজ হোটেল মোড়। তারপর রথবাড়ি। সেখান থেকে ইউটার্ন নিয়ে পুনরায় রাজ হোটেল মোড় হয়ে পোস্ট অফিস মোড়। এরপর বাঁধ রোড হয়ে রামকৃষ্ণ মিশনের সামনে মিছিল শেষ হয়। পোষ্টঅফিস মোড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ট্রেন্ড করে রামনবমীর মিছিলে অংশগ্রহনকারীদের জল ও মিষ্টিমুখ দেওয়া হয়। সেখানে দেখা যায় উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে মিষ্টি মুখ করান মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে। এক কথায় সম্প্রীতির নজির রামনবমীর মিছিলে।