Ram Navami 2025: ধর্ম বনাম রাজনীতি! কোন দিকে ঝুঁকছে বঙ্গ?

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly elections) ঘিরে রাজনীতির মাঠে নতুন করে তৈরি হচ্ছে উত্তেজনা। তারই মাঝে রামনবমী (Ram Navami 2025) উপলক্ষে রাজনৈতিক মহলে চলছে জোরালো চাপানউতোর। রবিবার সকালে কলকাতা (Kolkata) ও রাজ্যের অন্যান্য এলাকাগুলিতে রামনবমীর (Ram Navami 2025) মিছিলের ঢল নামে, যা একদিকে যেমন ধর্মীয় উৎসবের রূপ নেয় অন্যদিকে তেমনি রাজনৈতিক মঞ্চেও নানা বার্তা পৌঁছানোর পথ প্রশস্ত করে। বিশেষ করে হাওড়ার (Howrah) সালকিয়ায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাওড়া (Howrah) উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী উপস্থিত থাকায় রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। মিছিলের একপর্যায়ে গৌতম চৌধুরী (Goutam Chowdhury) মুরগিহাটার দিকে হাঁটতে হাঁটতে যে বক্তব্য দেন, তা নিয়ে আলোচনা তুঙ্গে।

আরও পড়ুন: Ram Navami : রাম নবমীতে রাত পাহারা দেবে SFI

তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী মিছিলে (Rally) যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে শাসক দলের বক্তব্য স্পষ্ট। তাঁরা বলছেন, এটি ছিল এক স্থানীয় মিছিল। শুধু ধর্মীয় উৎসবে (Religious festival) অংশগ্রহণের মাধ্যমে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে না। তিনি নিজে এ বিষয়ে কোনো বিতর্কে জড়াতে চান না। গৌতম চৌধুরী বলেন, “এটা আমার পাড়ার মিছিল, এবং আমি এমনিতেই পাড়ায় যেকোনো মিছিলে অংশগ্রহণ করি। বিশ্ব হিন্দু পরিষদ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, তাই আমি অংশ নিয়েছি। এখানে কোনো বিতর্কের বিষয় নেই।”

এদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলে আসছেন, “ধর্ম যার, যার; উৎসব সবার।” এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট ভাষায় বলেছেন, “রামকে সম্মান করা মানেই বিজেপির বিকৃত হিন্দুত্বকে সমর্থন করা নয়।” তাঁর মতে, রামনবমী পালনে অংশ নেওয়া কোনোভাবেই বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য বা তাদের ‘বিকৃত’ হিন্দুত্বের সমর্থন হতে পারে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে, বিশ্ব হিন্দু পরিষদ ও তৃণমূলের একাধিক নেতাদের মিছিলে অংশগ্রহণ নিয়ে যেভাবে রাজনৈতিক শঙ্কা এবং বিতর্ক চলছে, তা আগামী নির্বাচনের আগে রাজনীতির মঞ্চে আরো কিছু চমক আনতে পারে। এমন পরিস্থিতিতে, রামনবমীর (Ram Navami 2025) মতো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে তৈরি হওয়া উত্তেজনা, আগামী নির্বাচনকে নিয়ে নতুন আঙ্গিকে রাজনৈতিক কৌশল তৈরি করতে সাহায্য করতে পারে।