নিউজ পোল ব্যুরো: শনিবার সন্ধ্যা থেকেই উত্তাল টলিপাড়া। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে এক খবর—(Tollywood divorce news) অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী পৃথা চক্রবর্তী নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন! সব জল্পনার কেন্দ্রে ছিল পৃথার করা একটি পোস্ট, যেখানে তিনি স্পষ্ট লিখেছিলেন, “আমি আর সুদীপ একসঙ্গে নেই।” এই পোস্টেই শুরু হয়ে যায় গুঞ্জন, চমকে যায় অনুরাগীরা। (Celebrity breakup news) চেষ্টা করেও শনিবার রাতে সুদীপের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অভিনেতা ছিলেন শুটিংয়ে ব্যস্ত, ফোনও বন্ধ ছিল। ফলে গুঞ্জন আরও গাঢ় হয়। (Sudip Mukherjee wife, Pritha Chakraborty)
আরও পড়ুন:- Sourav Ganguly biopic: সৌরভের বায়োপিকে কে হচ্ছেন হিরোইন? নাম শুনলে চমকে যাবেন!
কিন্তু রবিবার সকালে সেই গুঞ্জনে জল ঢেলে দিলেন স্বয়ং সুদীপ (Sudip Mukherjee)। রিহার্সাল থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি জানালেন, সবটাই ছিল ‘একটা মজা’। তাঁর কথায়, “কাল আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম, তখনই পৃথা একটা প্র্যাঙ্ক পোস্ট করে দেয়। ও সেখানে লেখে আমরা ডিভোর্স হয়ে গিয়েছি—আমি কিছুই জানতাম না। পরে রাতে বাড়ি ফিরে সব জানতে পারি।” তিনি আরও বলেন, “পৃথার মাথায় এসেছিল, যেহেতু চারদিকে এত বিবাহ বিচ্ছেদের খবর (celebrity divorce prank) ঘুরছে, যদি আমাদের নিয়েও এমন কিছু লেখা হয়, তবে কেমন হয়! কিন্তু ও বুঝতেই পারেনি যে এই পোস্টটা এত বড় রটনার কারণ হয়ে উঠবে। মিডিয়াও ঝাঁপিয়ে পড়ে, বন্ধুরা ফোন করতে থাকে। আমি প্রথমে কিছুই বুঝিনি। এটা শুধুই একটা প্র্যাঙ্ক ছিল। আমরা এখনো একসঙ্গেই রয়েছি। সম্পর্ক একদম ঠিক আছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সুদীপের কথায় (Sudip Mukherjee), “এই ঘটনাটা প্রমাণ করল, মানুষ খারাপ খবর নিয়েই বেশি আগ্রহী হয়। অথচ আমরা এত পজিটিভ কাজ করছি, সেই নিয়ে খুব একটা আলোচনা হয় না। আমি কিছু নতুন ইন্টারভিউ শেয়ার করেছি, চাই সবাই সেগুলো নিয়েও কথা বলুক। আমার ছেলেরা বড় হচ্ছে, জীবনে অনেক ভালো জিনিস ঘটছে। খারাপ খবরে মন দেবেন না।” অভিনেতার এই খোলামেলা বার্তায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। এখন এটা স্পষ্ট—সুদীপ ও পৃথা’র সম্পর্ক একেবারেই অটুট, আর শনিবারের ‘বিচ্ছেদ’ ছিল শুধুই সোশ্যাল মিডিয়ার একটি funny prank post।