নিউজ পোল ব্যুরো: রামনবমীর (Ram Navami) সকালে বড়সড় দুর্ঘটনা ঠাকুরপুকুরে (Thakurpukur)। রবিবারের (Sunday) সকাল, আর বাজার এমনিতেই ভিড়ে ঠাসা। আচমকাই একটি কালো গাড়ি দুর্বিপাকের গতিতে ঢুকে পড়ে বাজারে। একের পর এক আট থেকে দশ জন পথচারীকে গাড়িটি ধাক্কা মারে। বাজারের গেটের পাশেই যে সমবেত মানুষজন ক্রমশ বাজার করতে ব্যস্ত ছিলেন, তাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন অনেকেই। আহতদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের দ্রুত হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: Ram Navami 2025: শহর জুড়ে রামনবমীর মিছিল, কোন কোন পথ এড়িয়ে চলবেন?
ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৯টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। একে তো রাস্তার কাজের কারণে সঙ্কুচিত রাস্তায় চলাচল ছিল কষ্টকর, তার উপর রবিবারের (Sunday) বাজারে ভিড়। ফলে দুর্ঘটনাটি আরও বড় আকার নেয়। তবে, সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল স্থানীয় কাউন্সিলর ছন্দা সরকারের নিশ্চুপ থাকা। এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ জানায় যে, কাউন্সিলরের কোনো পদক্ষেপ না থাকায় এসব দুর্ঘটনা অহরহ ঘটে চলেছে।
এই দুর্ঘটনায় গাড়ির চালক এবং তার সহযাত্রীকে আটক (Arrest) করে পুলিশ এবং তারা মদ্যপ অবস্থায় ছিল বলে সূত্রের খবর। কিন্তু দুর্ঘটনাটি নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ঠাকুরপুকুর (Thakurpukur) থানার ,পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। রামনবমীর (Ram Navami) সকালে এমন ঘটনা অনেকের মনে উদ্বেগের সৃষ্টি করেছে। আহতদের অনেকেই এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
উল্লেখ্য, গত ছয় বছর ধরে বাজারের (Thakurpukur) ওই সরু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। কারণ সেখানে সারাইয়ের কাজ চলছিল। তবে, সেই অবস্থাতেও এই গাড়ি দুর্ঘটনার ঘটনায় এলাকাবাসীরা পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।