Ashoknagar: বোমার পর বোমা, চলল গুলি! অশোকনগরের বোমাবাজি কাণ্ডের নেপথ্যে কী?

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার অশোকনগরের দীঘরা উত্তরপাড়া এলাকায় (Ashoknagar Digara Uttarpara) রবিবার মধ্যরাতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। একের পর এক বোমাবাজি এবং গুলি চালনার ঘটনায় রাতভর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা (Ashoknagar)। ঘটনার জেরে গুরুতর জখম হন সাগর মন্ডল (Sagar Mondal) নামে এক যুবক। তিনি বর্তমানে বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, তালসা এলাকার বাসিন্দা আনোয়ার মন্ডল (Anwar Mondal) নামের এক ব্যক্তি তাঁর শ্বশুরবাড়ি দীঘরা উত্তরপাড়ায় আসেন। গভীর রাতে মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মী মোশারেফ হোসেনের (TMC Worker Mosharaf Hossain) বাড়িতে চড়াও হন। সেখানেই তিনি বাড়ির মহিলাদের উদ্দেশে অশালীন ভাষায় কটূক্তি করতে শুরু করেন ও বাড়ির লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন।

আরও পড়ুন:- Anubrata Mondal: ত্রিশূল হাতে পথে কাজল, রাম নবমীতেও নির্দিষ্ট দূরত্ব বজায় কেষ্টর

এতে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় যুবকরা। তারা আনোয়ারকে ধরে মারধর করে এলাকা ছেড়ে দিতে বলেন। প্রথম দফায় সে ফিরে গেলেও কিছুক্ষণের মধ্যেই আবার দলবল নিয়ে ফিরে আসে এবং মোশারেফ হোসেনের বাড়ির সামনে লাগাতার বোমা ছোড়ে (Bomb Blast in Ashoknagar)। বোমাবাজির (Ashoknagar) পরই শুরু হয় গুলি চালানো (Firing in Ashoknagar)। দুষ্কৃতীরা পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এই গুলিতেই সাগর মন্ডল নামে এক যুবক গুরুতর জখম হন। তাকে দ্রুত বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, যদি সময়মতো তাকে হাসপাতালে না নিয়ে যাওয়া হতো, তবে তাঁর প্রাণও যেতে পারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ঘটনার (Ashoknagar) খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর (OC Chintamani Naskar) এবং হাবরার সিআই অনুপম চক্রবর্তী (CI Anupam Chakraborty)। বিশাল পুলিশ বাহিনী নিয়ে তাঁরা গোটা এলাকা ঘিরে ফেলেন। রাতভর চলে টহলদারি ও চিরুনি তল্লাশি। এই অভিযানের ফলেই এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনের (TMC Booth President Sayed Bashir Uddin) বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র (Illegal Firearm Seized) উদ্ধার হয়। এছাড়াও উদ্ধার হয় একাধিক তাজা বোমা (Live Bombs)

আরও পড়ুন:- Sajal Ghosh : রাম নবমীতে সশস্ত্র মিছিলের পক্ষে সওয়াল, বিতর্কে বিজেপি নেতা