নিউজ পোল ব্যুরো : ২৬ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে এবার পথে নেমে অভিনব কর্মসূচি পালন করল কংগ্রেস। ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় গত বছর হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইস্তফা দাবি করে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে স্কুল সার্ভিস কমিশনের (SSC) অফিসের সামনে বিক্ষোভ দেখানো হল কংগ্রেসের তরফে।
আরও পড়ুনঃ Mamata Banerjee at Teachers Meeting: ‘আমার কথা ট্যাপ করে…” মমতার মুখে অন্য কথা
সোমবারই নেতাজি ইনডোরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে কড়া ভাষায় একের পর এক আক্রমণ শানিয়েছেন তিনি। আর ঠিক এদিনই নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) তাঁর বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। তাদের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের এই মনুমেন্ট সমান দুর্নীতি দেখে বাংলার মানুষ এখন আর অবাক হয় না।

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, OMR শিট। যোগ্যদের থেকে অযোগ্যদের পৃথক করতে বারংবার স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং রাজ্য সরকারের কাছে এই OMR শিট চেয়েছে আদালত। নিম্ন আদালত, হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টও OMR শিট চেয়েছে রাজ্যের কাছে। কিন্তু রাজ্য বারবার জানিয়েছে যে OMR শিট ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিন সেই প্রসঙ্গ তুলে কংগ্রেসের নেতাকর্মীদের দাবি, সমস্ত OMR শিট সংরক্ষণ করে রাখার দায়িত্ব কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের শিক্ষা দফতরের ছিল। এই OMR শিটগুলি যদি থাকত তাহলে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হত না। শুধুমাত্র অর্থের বিনিময়ে চাকরি পাওয়া অযোগ্যরাই চাকরি খোয়াত।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাও করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন কংগ্রেস সমর্থকরা। এই বিক্ষোভে অংশ নেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ। প্রদীপ প্রসাদ বলেন, “সব দুর্নীতিকে ছাপিয়ে গেল এই ২৬ হাজার শিক্ষকের নিয়োগ দুর্নীতি। যেভাবে এই ২৬ হাজার শিক্ষকের চাকরি গেল তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।” অন্যদিকে আশুতোষ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় এদিন মমতার যোগ্যদের পক্ষে সওয়াল করা নিয়ে। যার জবাবে তিনি বলেন, “শিক্ষকদের আত্মসম্মান ফেরাতে হবে। চাকরি ফেরাতে হবে। জীবন জীবিকা ফেরাতে হবে। নয়ত গদি ছেড়ে চলে যেতে হবে।” এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক।