Dubai’s Crown Prince: প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন দুবাইয়ের যুবরাজ

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সফরে ভারত সফরে আসছেন দুবাইয়ের যুবরাজ (Dubai’s Crown Prince ) শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম (Sheikh Hamdan bin Mohammed Al Maktoum)। এই সফরে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং ভারত-সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্ক ( India-UAE ties) জোরদার করার লক্ষ্যে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

সোমবার বিদেশমন্ত্রণালয় (MEA এই ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হামদানের এই সফর। নমো ৮ এপ্রিল “ক্রাউন প্রিন্সের জন্য মধ্যাহ্নভোজ” আয়োজন করবেন বলেই বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “দুবাইয়ের ক্রাউন প্রিন্স হিসেবে এটি হবে তাঁর প্রথম সরকারী ভারত সফর। শেখ হামদানের সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল থাকবেন। ক্রাউন প্রিন্সের এই সফর ভারত-সংযুক্ত আরব আমিরশাহির কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করবে এবং দুবাইয়ের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী, শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম ৮-৯ এপ্রিল ভারত সফর করবেন।”

আরও পড়ুনঃ Cooking Gas Price Hike: মধ্যবিত্তের হেঁসেলে আগুন, বাড়ল রান্নার গ্যাসের দাম

বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, “ঐতিহ্যগতভাবে, সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দুবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রায় ৪.৩ মিলিয়ন প্রবাসীর বেশিরভাগই দুবাইতে বাস করেন এবং কাজ করেন।” সূত্রের খবর দুবাইয়ের যুবরাজের মুম্বইয়ে সফরের অর্থনৈতিক পর্যায়ে বিনিয়োগ এবং পরিকাঠামোর উপর জোর দেওয়া হবে। সূত্রের খবর অনুসারে, ডিপি ওয়ার্ল্ড ভারতে নতুন প্রকল্প ঘোষণা করা হবে এবং কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। সূত্র জানিয়েছে, দুবাইয়ের যুবরাজ (Dubai’s Crown Prince )-এর সফরকালে দুবাইয়ের রাজপরিবারের সঙ্গে যুক্ত কোম্পানিগুলি, যাদের ইতিমধ্যেই মুম্বাইয়ের রিয়েল এস্টেট সেক্টরে পদচিহ্ন রয়েছে, তারাও নতুন বিনিয়োগের সুযোগ খুঁজবে বলে আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT