Indian Railways Instruction: ট্রেনে উঠছেন টিকিট ছাড়া? কপালে কী অপেক্ষা করছে জানেন?

দেশ

নিউজ পোল ব্যুরো: কখনও ভেবেছেন, ১০–২০ মিনিটের জন্য ট্রেনে উঠেই নেমে যাব, টিকিট কাটার কী দরকার? কিংবা ভিড়ে কেউ দেখবে না, এই ভেবে নিশ্চিন্তে ট্রেনে উঠে পড়েছেন? সাবধান! ভারতীয় রেল (Indian Railways Instruction) এখন আর এসব ‘চালাকি’ মেনে নিচ্ছে না। একবার ধরা পড়লে শুধু জরিমানাই নয়, সঙ্গে ভরপুর অস্বস্তি আর সম্মানহানির ভয়। আর আপনি একা নন—প্রতি বছর কোটি কোটি যাত্রী এমন কাজ করতে গিয়ে ফেঁসে যাচ্ছেন রেলের কড়া আইনে। ভাবছেন, ঠিক কতটা কড়া? ভারতীয় রেলে (Indian Railways) আপনি যদি টিকিট ছাড়া ট্রেনে যাত্রা করেন, আর ধরা পড়ে যান—তাহলে কিন্তু গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা (Penalty)। অন্তত ২৫০ টাকা জরিমানা তো আছেই, সঙ্গে ধরতে হবে ট্রেনের সূচনা থেকে গন্তব্য পর্যন্ত (Source to Destination Fare) পুরো ভাড়াটাও।

আরও পড়ুন:- Waqf property: ছিল জাদুঘর হয়ে গেল মসজিদ!

তবুও কি থেমেছে বিনা টিকিটে চড়ার প্রবণতা? মোটেই না। প্রতিটি রেল জোনেই (Railway Zones) প্রতি বছর লক্ষ লক্ষ যাত্রী ধরা পড়েন যারা কোনও টিকিট ছাড়াই যাত্রা করেন। তবে রেলও বসে নেই। তাদের কড়া নজরদারি, ম্যাজিস্ট্রেট চেকিং (Magistrate Checking) এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণের চাপে থাকা টিকিট পরীক্ষকরা (Ticket Examiners) মিলিয়ে চলছে একপ্রকার ধরপাকড় অভিযান। ২০২৩–২৪ অর্থবর্ষের (Financial Year 2023–24) পরিসংখ্যান বলছে, সারাদেশে দু’কোটি ১৬ লক্ষ যাত্রী (2.16 Crore Passengers) ধরা পড়েছেন যারা বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন (Indian Railways Instruction)। তাদের থেকে আদায় হয়েছে ৫৬২ কোটি টাকারও বেশি জরিমানা (Rs. 562 Crore Collected as Fine)। এই অঙ্কের গুরুত্ব বোঝাতে গেলে বলা যায়, এটি প্রায় একটি মাঝারি শহরের বা স্টেশনের এক বছরের রক্ষণাবেক্ষণ ব্যয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ভারতীয় রেলের (Indian Railways Instruction) বাণিজ্য বিভাগ (Commercial Department) জানাচ্ছে, গত পাঁচ বছরে (২০১৯–২০ থেকে ২০২৩–২৪) এই প্রবণতা নজর কেড়েছে। যদিও ২০২০–২১ অর্থবর্ষে (Pandemic Year) করোনা (Covid-19) পরিস্থিতির জন্য ট্রেন চলাচল প্রায় বন্ধ ছিল, তবুও সেই বছরও ৩২ লক্ষের বেশি যাত্রী ধরা পড়েন, এবং জরিমানা বাবদ আদায় হয় ১৫২ কোটি টাকা। তবে সবচেয়ে অবাক করা তথ্য হল, ২০২২–২৩ অর্থবর্ষে (FY 2022–23) এই সমস্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। প্রায় তিন কোটি ৬০ লক্ষ (3.6 Crore Ticketless Travellers) যাত্রী বিনা টিকিটে ধরা পড়েন। জরিমানা আদায় হয় একেবারে ২,২৬০ কোটি টাকারও বেশি (Rs. 2,260 Crore Collected in Fines)! এরপর অবশ্য ২০২৩–২৪-এ কিছুটা হলেও কমেছে সংখ্যাটি, যা রেলের কড়া (Indian Railways) অবস্থানের ফল বলে মনে করা হচ্ছে। রেল এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে—(Strict Surveillance), অভিযান বন্ধ হচ্ছে না। স্টেশনগুলিতে বাড়ছে নজরদারি, পরীক্ষকদের দেওয়া হচ্ছে নির্দিষ্ট টার্গেট। ফলে ধরা পড়লে কোনও রকমের সহানুভূতি আশা করা বাতুলতা। আপনার যাত্রা হোক ঝঞ্ঝাটহীন—টিকিট থাকলে, চিন্তার কিছু নেই!